ঢাবিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ স্থগিত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের কাজ স্থগিত করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। অনুমতি না থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা নির্মাণকাজ বন্ধ রাখার অনুরোধ করলে প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন মঞ্চ কর্মীরা। পরে প্রাথমিকভাবে ভাস্কর্য স্থাপনের কাজ স্থগিত করে সংগঠনটি। তবে ভাস্কর্য নির্মাণ করা হবে কিনা- এ বিষয়ে নিজেদের অবস্থান শিগগিরই পরিষ্কার করবেন বলে জানিয়েছেন মঞ্চের সাধারণ সম্পাদক।
এ প্রসঙ্গে মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, আমরা প্রাথমিকভাবে লাইব্রেরির সামনে ভাস্কর্য স্থাপনের কাজ স্থগিত করেছি। কোথায় এ ভাস্কর্য নির্মাণ করা হবে সেটি পরবর্তী সময় জানানো হবে।
অনুমতি ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের কাজ শুরু করে মুক্তিযুদ্ধ মঞ্চ। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, যে কোনো স্থানে যে কোনো ভাস্কর্য নির্মাণ করা যায় না। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম দেখছে।
ইতোমধ্যে ভাস্কর্য নির্মাণের অনুমতি চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে অনুমতি না পেলেও ভাস্কর্য নির্মাণ করা হবে বলেন বুলবুল। আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আনুষ্ঠানিকভাবে ‘অবিনশ্বর বঙ্গবন্ধু’ নামে ভাস্কর্যটির উদ্বোধন করার কথা ছিল
কোন মন্তব্য নেই