চীনা সেনাকে আটক করলো ভারত
বিগত কয়েক মাস ধরে লাদাখ সীমান্তে চীন ও ভারতের মধ্যে উত্তেজনা চলছে। এবার সেই পূর্ব লাদাখেই ভারতীয় সেনাদের হাতে এক চীনা সেনা আটক হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, চীনের পিপলস লিবারেশন আর্মির ওই সদস্য নিয়ন্ত্রণ রেখা বা এলএসি অতিক্রম করে শুক্রবার প্যাংগং হ্রদের দক্ষিণে ভারত নিয়ন্ত্রিত ভূখণ্ডে ঢুকে পড়ায় তাকে আটক করা হয়। আটক ওই চীনা সেনা বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন। প্রোটোকল মেনে পরিস্থিতি পর্যালোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলা জানানো হয়েছে।
জানা যায়, ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে আটক চীনা সেনাকে প্রয়োজনীয় শীতবস্ত্র এবং খাবার দেওয়া হয়েছে। সেইসঙ্গে তার জন্য প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছে। ভুল করে ওই চীনা সেনা ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই তাকে চীনা বাহিনীর কাছে হস্তান্তর করা হবে।
কোন মন্তব্য নেই