বাইডেন প্রশাসনে কাশ্মীরি নারী
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জন্ম নেওয়া দুই কাশ্মীরি-আমেরিকান নারী। তাঁরা হলেন সামিরা ফাজিলি ও আয়েশা শাহ।
জানা গেছে, সামিরা ফাজিলিকে হোয়াইট হাউসের জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের উপপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি জাতীয় অর্থনৈতিক কাউন্সিলে অর্থনৈতিক নীতি নির্ধারণের প্রক্রিয়া সমন্বয় করে প্রেসিডেন্টকে মার্কিন অর্থনৈতিক নীতি সম্পর্কে পরামর্শ দেবেন।
ফাজিলি বর্তমানে বাইডেন-হ্যারিস ট্রানজিশন টিমের অর্থনৈতিক সংস্থার শীর্ষ স্থানীয় কর্মকর্তা। তিনি এর আগে আটলান্টা ফেডারেল রিজার্ভ ব্যাংকের পরিচালক হিসেবে কাজ করেছেন। ওবামা-বাইডেন প্রশাসনে ফাজিলি হোয়াইট হাউসের জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের সিনিয়র পলিসি উপদেষ্টা এবং দেশীয় অর্থ ও আন্তর্জাতিক বিষয়ক উভয় ক্ষেত্রে মার্কিন ট্রেজারি বিভাগের সিনিয়র উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।
সামিরা ফাজিলি ইয়েল ল’ স্কুলের আইনি ক্লিনিক্যাল প্রভাষক ছিলেন। নিউইয়র্কের বাফেলোর বাসিন্দা সামিরা বর্তমানে স্বামী ও তিন সন্তানের সঙ্গে জর্জিয়ায় থাকেন। তিনি ইয়েল ল’ স্কুল থেকে আইন বিভাগ ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
এদিকে হোয়াইট হাউসের অফিস অব ডিজিটাল স্ট্র্যাটেজির পার্টনারশিপ ডিরেক্টর পদে কাশ্মীরি-আমেরিকান আয়েশা শাহকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ডিজিটাল স্ট্র্যাটেজি ডিরেক্টর রব ফ্লেহার্টির সঙ্গে যৌথভাবে কাজ করবেন।
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় বেড়ে ওঠা আয়েশা শাহ এর আগে বাইডেন-হ্যারিস ক্যাম্পেইনে ডিজিটাল পার্টনারশিপ টিমের পরিচালক ছিলেন। তিনি বর্তমানে স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের অ্যাডভান্সমেন্ট স্পেশালিস্ট হিসেবে কাজ করছেন।
কোন মন্তব্য নেই