বাইডেনের শপথের পর মুহূর্তেই বদলে যাবে ট্রাম্পকে বহনকারী ‘বিমানের নাম - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বাইডেনের শপথের পর মুহূর্তেই বদলে যাবে ট্রাম্পকে বহনকারী ‘বিমানের নাম

 


আর মাত্র ৪ দিন পরই শেষ হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার মেয়াদ। আসছে ২০ জানুয়ারি শপথ নিবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট। এরই মধ্যে বাইডেনের শপথ অনুষ্ঠান আয়োজনের সব ধরনের প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রশাসন।


নানা নাটকীয়তার পর অবশেষে হোয়াইট হাউস ছেড়ে যেতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। মেলানিয়া ট্রাম্প ও হোয়াইট হাউসের স্টাফরা এখন ট্রাম্প পরিবারের জিনিসপত্র প্যাকিংয়ের কাজে ব্যস্ত । 


বাইডেনের শপথ গ্রহণের আগেই ২০ জানুয়ারি সকালে ওয়াশিংটন ছেড়ে যাবেন তিনি। স্বপরিবারে পাড়ি জমাবেন ফ্লোরিডার পাম বিচের মার-এ-লাগো ক্লাব হাউসে। ট্রাম্পের মাল সামানা নিয়ে আগেই ওয়াশিংটন ছেড়ে যাবে মুভিং কোম্পানির বিশাল ট্রাক।


এ সময় হোয়াইট হাউসের বিপরীতে রাস্তার অপর পাশে ব্লেয়ার হাউসের রাষ্ট্রীয় অতিথি শালায় থাকবেন শপথ নিতে অপেক্ষমান নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেন। 


মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমান ‘এয়ারফোর্স ওয়ানে’ এটা হবে ট্রাম্পের শেষ যাত্রা। যদিও এ যাত্রায় তার প্লেনের কল সাইন এয়ারফোর্স ওয়ান থাকবে না। জো বাইডেন শপথ নিলেই মুহূর্তেই বদলে যাবে প্লেনের কল সাইন।


প্রেসিডেন্ট ওবামা যখন ট্রাম্পকে হোয়াইট হাউসের চাবি তুলে দিয়ে বিদায়ী যাত্রায় এয়ারফোর্স ওয়ানে চড়লেন তখন ওই প্লেনের কল সাইন হয়ে যায় ‘স্পেশাল মিশন ৪৪’। এবার হয়তো ট্রাম্পের ফ্লাইট এর কল সাইন হবে ‘স্পেশাল মিশন ৪৫’। 


ট্রাম্পের আদরের কন্যা ইভাঙ্কা ট্রাম্প ও জামাতা কুশনারও এয়ারফোর্স ওয়ানে করে তার সঙ্গী হবেন।

কোন মন্তব্য নেই