ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার দুই শর ‘স্বপ্ন’ সত্যি হচ্ছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার দুই শর ‘স্বপ্ন’ সত্যি হচ্ছে

 


এই সিরিজে অস্ট্রেলিয়ার ‘স্বপ্ন’টা শেষ পর্যন্ত সত্যি হচ্ছে! 

‘স্বপ্ন’ বলায় অনেকে ভাবতে পারেন অস্ট্রেলিয়া দলের ব্যাটিং শক্তিকে খাটো করা হচ্ছে। মোটেই তা নয়। চার টেস্টের এই সিরিজে আজকের আগে দুই টেস্ট মিলিয়ে তিন ইনিংসে একবারও দুই শ পার করতে পারেনি অস্ট্রেলিয়া। আরেক ইনিংসে ভারত মাত্র ৯০ রানের লক্ষ্য দেওয়ায় তা বিবেচনায় আসবে না। সে যা–ই হোক, অস্ট্রেলিয়ার এই দুই শ ছোঁয়া কিংবা টপকানোর ‘স্বপ্ন’ সিডনি টেস্টে সম্ভবত ফলে যাচ্ছে! সিডনি টেস্টে আজ ২ উইকেটে ১৬৬ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। অলৌকিক কিছু না ঘটলে এই সিরিজে তারা কালই দলীয় ইনিংসে প্রথমবারের মতো দুই শর দেখা পেয়ে যেতে পারে। 


উইকেটে রয়েছেন অস্ট্রেলিয়ার দুই সেরা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ (৩১*) ও মারনাস লাবুশেন (৬৭*)। গোটা সিরিজে এই ইনিংসেই দুজনকে নিজেদের মতো ব্যাট করতে দেখা গেল। ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আগের দুই ম্যাচের মতোই স্মিথের পা তাক করে বল করেছেন, শর্ট লেগ ও (ব্যাটসম্যানের) পেছনে ফিল্ডার রেখে। স্মিথ এই কৌশল সাফল্যের সঙ্গেই মোকাবিলা করেন। প্রথম সেশনে বেশির ভাগ সময় ভেসে গেছে বৃষ্টিতে। মাত্র ৭.১ ওভারের খেলা হয়েছে প্রথম সেশনে। ডেভিড ওয়ার্নারকে (৫) উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে এ সেশনে ভারতকে একমাত্র সাফল্য উপহার দেন পেসার মোহাম্মদ সিরাজ।


প্রথম সেশনে অস্ট্রেলিয়ার ওভারপ্রতি রানরেট ছিল ২.৯৩। দ্বিতীয় সেশনে স্বাগতিক দল একটু স্বাভাবিক ব্যাট করতে পেরেছে। এই সেশনে ২৩.৫ ওভার বল করে ভারত কোনো উইকেটের দেখা পায়নি। ওদিকে ওভারপ্রতি গড়ে ৩.০২ রান তুলে স্বাচ্ছন্দ্য হতে শুরু করেন অস্ট্রেলিয়ার অভিষিক্ত ওপেনার উইল পুকোভস্কি ও লাবুশেন। দ্বিতীয় উইকেটে ১০০ রানের জুটি গড়েন দুজন। এই সেশনে ৭২ রান তোলেন দুজন। 


অভিষেক টেস্টে ফিফটির দেখা পেলেও পুকোভস্কি (৬২) ইনিংস লম্বা করতে পারেননি। তৃতীয় সেশনে আরেক অভিষিক্ত পেসার নবদীপ সাইনির বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন তিনি। এরপর ইনিংসের হাল ধরেন স্মিথ ও লাবুশেন। তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ৬০ রানের জুটি গড়ে তিন পার করেন দুজন। তৃতীয় সেশনে অস্ট্রেলিয়া ১ উইকেট হারালেও রানের গতি কমেনি। ২৪ ওভার ব্যাট করে ১ উইকেটে ৭৩ রান তুলেছে অস্ট্রেলিয়া শেষ সেশনে। 


ভারতের হয়ে ১টি করে উইকেট সিরাজ ও সাইনির। সিরিজ ১-১ ব্যবধানে সমতায় থাকতে সিডনি টেস্টে প্রথম দিনটা নিজেদের করে নিয়ে লড়াইয়ের ইঙ্গিতই দিচ্ছে অস্ট্রেলিয়া।

কোন মন্তব্য নেই