ভাঁজযোগ্য ওএলইডির ল্যাপটপ আনবে স্যামসাং - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভাঁজযোগ্য ওএলইডির ল্যাপটপ আনবে স্যামসাং


ভাঁজযোগ্য ওএলইডি ডিসপ্লের ল্যাপটপ তৈরিতে কাজ করছে স্যামসাং। ধারণা করা হচ্ছে, ২০২৩ সালে ডিভাইসটি বাজারে আনা হতে পারে। প্রযুক্তি জায়ান্টটির উৎপাদন লাইনের সবশেষ তথ্য প্রতিবেদনে উঠে আসায় এটি জানা গিয়েছে। অন্যদিকেও এইচপিও তাদের ভাঁজযোগ্য ডিসপ্লের ল্যাপটপ উন্মোচনে কাজ করছে। এলজি এটি তৈরি করছে। খবর গিজমোচায়না।


ভাঁজযোগ্য ডিসপ্লের ল্যাপটপ তৈরিতে স্যামসাং ইলেকট্রনিকস উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে। নতুন ল্যাপটপটিতে ১৭ দশমিক ৩ ইঞ্চির প্যানেল থাকতে পারে। এছাড়া বন্ধ করা অবস্থায় এতে সবচেয়ে বড় স্ক্রিন ডায়াগনাল তৈরি হবে। মত রয়েছে, বিশ্বজুড়ে নোটবুকের চাহিদা কমে যাওয়ার সঙ্গে নতুন সিরিজের ল্যাপটপ বাজারজাত পেছানোর কোনো সম্পর্ক নেই। মডেল বিবেচনায় ভাঁজযোগ্য ল্যাপটপগুলোর দাম নির্ধারণ করাও অনেকটা জটিল।


সম্প্রতি আসুস জেনবুক ১৭ ফোল্ড বাজারজাত শুরু হয়েছে। এতে বিওই নির্মিত ভাঁজযোগ্য স্ক্রিন ব্যবহার করা হয়েছে এবং এর খুচরা মূল্য ৩ হাজার ৫০০ ডলার। প্রিমিয়াম মূল্যের কারণে এটি নিশ্চিত যে বাজারের নির্দিষ্ট ক্রেতাশ্রেণীর জন্য ল্যাপটপটি তৈরি করা হয়েছে। অন্যদিকে বিওইর কাছে মাত্র ১০ হাজার ইউনিট প্যানেলের চাহিদা জানানো হয়েছে। প্রযুক্তিবিদ ও বিশ্লেষকদের অনুমান, এইচপির ভাঁজযোগ্য ল্যাপটপও খুব কম বাজারজাত করা হবে।


স্যামসাংয়ের আসন্ন ল্যাপটপের ডিসপ্লের মাঝে সবচেয়ে বড় ফাঁকা জায়গা থাকবে, যার পরিমাণ ১৩ দশমিক ৩ ইঞ্চি, যেখানে এইচপির ল্যাপটপে ১১ ইঞ্চি ও আসুসের জেনবুকে ১২ দশমিক ৬ ইঞ্চি জায়গা রয়েছে। ফোল্ডেবল বা ভাঁজযোগ্য ডিভাইসের বাজারে থিংকপ্যাড এক্সওয়ান ফোল্ড জেন ২ অন্যতম। এতে ১৬ দশমিক ৩ ইঞ্চির ওএলইডি প্যানেল রয়েছে।


বিশ্বে ওএলইডি প্যানেল উৎপাদনের দিক থেকে স্যামসাং ডিসপ্লে অন্যতম। ২০২৩ সালে প্রতিষ্ঠানটি ৮৫ লাখ ইউনিট প্যানেল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

কোন মন্তব্য নেই