টুইটারে আর মাস্টোডনের লিংক শেয়ার করা যাবে না - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

টুইটারে আর মাস্টোডনের লিংক শেয়ার করা যাবে না


মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটার অধিগ্রহণের পর থেকে নানা পরিবর্তন আনছেন ইলোন মাস্ক। নীতিমালায় পরিবর্তন আনার কারণে অনেকে টুইটার ত্যাগ করছেন। এ সময় বিকল্প প্লাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে মাস্টোডন। তবে এখন থেকে ব্যবহারকারীরা আর লিংক শেয়ার করতে পারবে না। খবর বিবিসি।


বেশকিছু বিষয়ের ওপর ভিত্তি করে মাস্টোডনে বিভিন্ন গ্রুপ থাকে। এগুলো সার্ভার নামে পরিচিত। উদাহরণ হিসেবে ইউকে, স্নুকার, সিকিউরিটি ইত্যাদি উল্লেখযোগ্য। ব্যবহারকারী যোগ দিতে পারে এমন বেশকিছু বড় সার্ভারের লিংক শেয়ার বন্ধ করেছে টুইটার। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল নামের চ্যানেলও ছিল।


অন্যদিকে ব্যবহারকারীর অ্যাকাউন্টের পরিচিতি অংশে মাস্টোডন অ্যাকাউন্টের লিংক যুক্ত করতেও বাধা দিচ্ছে প্লাটফর্মটি। টুইটারের দাবি, এসব লিংক আসলে ম্যালওয়্যার। বিবিসি প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মাস্টোডনে ম্যালওয়্যার আছে এমন কোনো প্রমাণই পাওয়া যায়নি।


মাস্টোডন বলেছে, নভেম্বরে লাখ লাখ ব্যবহারকারী পেয়েছে তারা। এর মধ্যে অনেক ব্যবহারকারীই টুইটারের বিকল্প প্লাটফর্ম খুঁজছিল। সবচেয়ে জনপ্রিয় মাস্টোডন ডটসোশ্যালসহ ১০টির বেশি সার্ভারের লিংক পোস্ট করতে পারেনি বিবিসি।

কোন মন্তব্য নেই