ফক্সকনকে জরিমানা করবে তাইওয়ান
চীনের একটি চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানে অননুমোদিত বিনিয়োগের কারণে ফক্সকনকে জরিমানা করবে তাইওয়ান সরকার। তাইওয়ানের একটি ফার্ম অংশীদারত্ব বিক্রির কথা জানানোর পরও বিনিয়োগ করায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। খবর রয়টার্স।
মার্কিন নিষেধাজ্ঞার কারণে চীন বর্তমানে তাদের সেমিকন্ডাক্টর উৎপাদন শিল্পের বিকাশে কাজ করছে। তাইওয়ান সে বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। পাশাপাশি চীন তাদের প্রযুক্তি চুরি করতে পারে এমন শঙ্কায় কঠোর আইন কার্যকরের উদ্যোগও নিয়েছে।
অ্যাপলের অন্যতম সরবরাহকারী ও আইফোন উৎপাদনকারী ফক্সকন গত জুলাইতে জানিয়েছিল, প্রতিষ্ঠানটি চীনের চিপ কনগ্লোমারেট সিংহুয়ার একজন শেয়ারহোল্ডার। ১৬ ডিসেম্বর তাইপে স্টক এক্সচেঞ্জের কাছে জমা দেয়া এক ফাইলিংয়ে ফক্সকন জানায়, চীনে যে ভর্তুকি প্রতিষ্ঠান রয়েছে সেটি সিংহুয়া ইউনিগ্রুপের কাছে পুরো অংশীদারত্ব বিক্রি করে দেয়ার বিষয়ে সম্মত হয়েছে।
তাইওয়ানের অর্থমন্ত্রী জানান, বিদেশী কোনো বিনিয়োগ কার্যকরের আগে বিদ্যমান কমিশন অনুমোদন দেয়। সংস্থাটির পক্ষ থেকে ফক্সকনের কাছে চীনা কোম্পানিতে বিনিয়োগের বিষয়ে পরিপূর্ণভাবে জানতে চাওয়া হবে। এ বিষয়ে ফক্সকনের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
অর্থ মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, প্রথমত, বিনিয়োগের বিষয়ে আগে থেকে কিছু জানানো হয়নি। তাই নির্ধারিত আইনের পরিপ্রেক্ষিতে অর্থের পরিমাণ যাচাই করা হবে এবং আইন অনুযায়ী জরিমানাও আরোপ করা হবে। এ বিষয়ে আগে থেকে অবগত একাধিক মানুষ জানায়, বিনিয়োগ করার আগে ফক্সকন তাইওয়ান সরকারের কাছ থেকে অনুমতি নেয়নি। কর্তৃপক্ষের ধারণা, এর মাধ্যমে নিজস্ব আইনে পরিচালিত তাইওয়ানের সঙ্গে চীনের সম্পর্কের অবনতি হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের আগে ১৭ ডিসেম্বর দেয়া এক বিবৃতিতে ফক্সকন জানায়, বছর শেষ হয়ে এলেও বিনিয়োগের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। প্রতিষ্ঠানটি জানায়, চীনে অবস্থিত ফক্সকন ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট কোম্পানি লিমিটেডই ঝিংওয়েইর ৯৯ শতাংশ নিয়ন্ত্রণ করে। এটি ৫৩৮ কোটি ইউয়ান বা ৭৭ কোটি ২০ লাখ ডলারে চীনের ইয়ানতাই হাইক্সিউয়ের কাছে অংশীদারত্ব বিক্রি করে দেবে।
জাতীয় নিরাপত্তা ও শিল্প বিকাশের কথা বিবেচনায় সরকার চাইলে চীনে যেকোনো বিনিয়োগ কার্যক্রম বন্ধ করতে পারবে বলে তাইওয়ানের আইনে বলা হয়েছে। কেউ আইন লঙ্ঘন করলে ভুল শোধরানো না পর্যন্ত জরিমানা করা হবে। বৈদ্যুতিক গাড়ির বাজারে প্রবেশ করার কারণে ফক্সকন বর্তমানে নিজস্ব অটো চিপ তৈরিতে মনোনিবেশ করেছে।
কোন মন্তব্য নেই