মেটার সঙ্গে প্রতিযোগিতায় এইচটিসির নতুন হেডসেট - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মেটার সঙ্গে প্রতিযোগিতায় এইচটিসির নতুন হেডসেট


কয়েক বছর ধরে গ্রাহক পর্যায়ে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটের বাজারে শীর্ষে রয়েছে মেটা ও সনি। তবে সহজেই হাল ছাড়ছে না এইচটিসি। শিগগিরই বাজারে নতুন এআর বা ভিআর হেডসেট আনবে প্রতিষ্ঠানটি। খবর টেকরাডার।


অক্টোবরে প্রকাশিত এক টিজারের তথ্যানুযায়ী, আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সিইএস সম্মেলনে নতুন একটি হেডসেট দেখাবে এইচটিসি। কোনো কম্পিউটার বা স্মার্টফোনের সঙ্গে যুক্ত করা ছাড়াই এটি ব্যবহার করা যাবে বলে দাবি প্রতিষ্ঠানটির। নতুন ডিভাইসটির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া না গেলেও বিবৃতির তথ্যানুযায়ী এটি মেটার কোয়েস্ট প্রোর পাশাপাশি পিকো ৪ ও অকুলাস কোয়েস্ট ২-এর সঙ্গে প্রতিযোগিতা করবে।


নতুন ভার্চুয়াল বা অগমেন্টেড রিয়েলিটি হেডসেটের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না দিলেও এর বাজারজাতের বিষয়টি নিশ্চিত করেছেন তাইওয়ানভিত্তিক কোম্পানিটির পণ্য প্রধান শেন ই।


২০১৯ সালে রিফট হেডসেটের প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাইভ কসমোস হেডসেট উন্মোচন করেছিল এইচটিসি। ওজনে হালকা ও স্ট্যান্ডঅ্যালোন হেডসেট হিসেবে ডিভাইসটি বাজারজাত করেছিল কোম্পানিটি। কিন্তু ট্র্যাকিং ত্রুটির কারণে বেশিদিন বাজারে অবস্থান ধরে রাখতে পারেনি।


দ্য ভার্জ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নতুন হেডসেটের ক্যামেরা বাইরের দিকে ঘোরানো থাকবে। মিক্সড রিয়েলিটি অভিজ্ঞতার জন্য কালার পাসথ্রু প্রযুক্তিও এতে ব্যবহার করা হয়েছে। আর ব্যবহারকারীর চারপাশের পরিবেশ ম্যাপিংয়ের জন্য আছে ডেপথ সেন্সর।


হেডসেট ডিভাইসের সঙ্গে আলাদা কন্ট্রোলার ব্যবহার করা যাবে। একবার চার্জ দিলে ২ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। প্রযুক্তিবিদ ও বিশ্লেষকদের ধারণা, দামের দিক থেকে মেটার কোয়েস্ট ২-এর পরিবর্তে এইচটিসির হেডসেটটির দাম বেশি হবে। নির্দিষ্ট করে না বললেও ডিভাইসটির দাম কোয়েস্ট ২-এর আশপাশে হবে না বলে ইঙ্গিত দিয়েছেন শেন ই। মেটার হেডসেটটির বর্তমান দাম ৩৯৯ ডলার।


শেন বলেন, আমরা এমন একটা যুগে বাস করছি যেখানে কোম্পানিগুলো বড় ভর্তুকিতে ভিআর হেডসেট বিক্রি করে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয় এবং সেগুলো বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রির চেষ্টা করছে। মেটার সর্বশেষ হেডসেট কোয়েস্ট প্রো বাজারের সবচেয়ে ব্যয়বহুল হেডসেটগুলোর একটি।

কোন মন্তব্য নেই