ব্লক মার্কেটে বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে আল আরাফাহ ব্যাংক
চলতি সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয় ২৯টি কোম্পানি। এসব কোম্পানির ২১ কোটি ১৭ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে।
তথ্য মতে, কোম্পানিগুলোর মোট ৬৭ লাখ ৬২ হাজার ৮৫৮টি শেয়ার ৪৫ বার হাতবদল হয়েছে।
এদিকে কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৬ কোটি ৪৮ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন করেছে আল আরাফাহ ব্যাংক লিমিটেড। যা ১টি ট্রেডে ২৮ লাখ ৩২ হাজার ৭৫০টি শেয়ার হাতবদল হয়েছে।
অপরদিকে ব্লক মার্কেটে সবচেয়ে কম লেনদেন করেছে ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড। এটির লেনদেনের পরিমাণ ৫ লাখ টাকা। একটি ট্রেডে হাতবদল হয়েছে ২৪ হাজার ৬৩১টি শেয়ার।
কোন মন্তব্য নেই