হাতবোমা বিস্ফোরণে আনসার সদস্য আহত
জেলার দাগনভূঁঞা পৌরসভা নির্বাচনে শনিবার সকাল ১০ টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হাতবোমার বিস্ফোরণে এক আনসার সদস্য আহত হয়েছেন।
ঘটনার পর পুলিশের পাশাপাশি বিজিবি ও র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান তিনি।
গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের টেবিল ল্যাম্প প্রতীকের কাউন্সিলর প্রার্থী কামরুল ইসলাম ক্লাইব বলেন, সরকার দল সমর্থিত উট পাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী ছালাউদ্দিন রুবেলের সমর্থকরা ভোটের আগের রাত থেকে কেন্দ্রে প্রভাব বিস্তার করছে।
‘সকাল সোয়া ১০টার দিকে কেন্দ্রে একটি ককটেল বিস্ফোরণ ঘটলে এক আনসার সদস্যসহ চারজন আহত হয়।’
কামরুল জানান, এ ঘটনায় আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত বাকি তিনজন হলেন- সিন্দুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন সুজন, মাইনউদ্দিন ও তারেক।
গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. ইসমাইল জানান, কেন্দ্রে বাইরে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও ভিতরে ভোটগ্রহণ চলছে।
শনিবার সকাল থেকে দাগনভূয়া পৌরসভায় ১৩টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এ পৌরসভায় মেয়র পদে ৪ জন ও কাউন্সলর পদে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছে।
একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ ওয়ার্ডে ৪ জন ও সংরক্ষিত ওয়াডে ৩ জন ইতোমধ্যে নির্বাচিত হয়েছে।
দাগনভূঁঞা থানার পরিদর্শক (তদন্ত) পার্থ প্রতিম দেব বলেন, `সকাল থেকে গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের আশপাশে বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মো. আরিফ, নামের এক আনসার সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।‘

কোন মন্তব্য নেই