ল্যাপটপের জন্য ৯০ হার্টজ ওএলইডি পর্দা বানাবে স্যামসাং ডিসপ্লে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ল্যাপটপের জন্য ৯০ হার্টজ ওএলইডি পর্দা বানাবে স্যামসাং ডিসপ্লে

 


ল্যাপটপের জন্য বড় মাপে ‘অর্গানিক লাইট-এমেটিং ডায়োড’ (ওএলইডি) পর্দা তৈরি করবে স্যামসাং ডিসপ্লে। ল্যাপটপে যাতে আরও বেশি রিফ্রেশ রেট পাওয়া যায়, সে লক্ষ্যেই কাজটি করবে প্রতিষ্ঠানটি।


মহামারীর সময় ল্যাপটপের বিক্রি বেড়েছে। এ বিষয়টিও মাথায় রেখেছে তারা। স্যামসাং ডিসপ্লে জানিয়েছে, ৯০ হার্টজ ওএলইডি পর্দা তৈরির কাজ এ বছরের মার্চে শুরু হবে।


স্যামসাং ডিসপ্লে আরও জানিয়েছে, বর্তমানে বাজারের অধিকাংশ ল্যাপটপের পর্দাই ৬০ হার্টজ রিফ্রেশ রেটের। কিন্তু তাদের নতুন পণ্য ব্যবহারকারীদের আরও নির্বিঘ্ন সেবা দিতে পারবে। কোরিয়া হেরাল্ড উল্লেখ করেছে, পণ্যটির জন্য আরও শক্তি ও উচ্চমানের গ্রাফিক্স কার্ডের প্রয়োজন পড়বে।


“স্যামসাং ডিসপ্লে বৈশ্বিক নির্মাতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি বাজারে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে সহায়তা করছে। প্রতি সেকেন্ডে ৯০ বার স্ট্যাটিক ছবি রেন্ডারিংয়ের মাধ্যমে চলাফেরাকে আরও জীবন্ত মনে হবে বা মনে হবে আরও আকস্মিক।” – বলছে স্যামসাং ডিসপ্লে।


এলসিডি পর্দার সমান রিফ্রেশ রেট থাকলেও ওএলইডিতে আরও দ্রুত পর্দা রেসপন্স সময়ের দেখা মেলে। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটি বলছে, “৯০ হার্টজ ওএলইডি পর্দায় উচ্চ-গতি যেটি দেখা যায়, সেটি আসলে ১২০ হার্টজ এলসিডি পর্দার ক্ষমতার সমান।”


বাজার গবেষণা প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্সের তথ্য অনুসারে, ২০২১ সালে বৈশ্বিক নোটবুক বিক্রি ২১ কোটি ৬৮ লাখ ইউনিটে পৌঁছাতে পারে। হিসেবে গত বছরের তুলনায় ৮.১ শতাংশ বেশি।


কোন মন্তব্য নেই