মৃত্যুদণ্ড বিলুপ্ত করল কাজাখস্তান
মৃত্যুদণ্ড বিলুপ্ত করে আইন পাস করেছে কাজাখস্তান। প্রায় দুই দশক মৃত্যুদণ্ডের আইন স্থগিত রাখার পর এটি বাতিল করার বিলে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট কাসিম জোমারত তোকায়েভ। শনিবার দেশটির প্রেসিডেন্সিয়াল ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়।
ইন্টারন্যাশনাল কভেনান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের দ্বিতীয় অপশনাল প্রটোকল পার্লামেন্ট অনুসমর্থন করার পর প্রেসিডেন্ট আইনটিতে স্বাক্ষর করেন। খবর আল জাজিরা ও আরব নিউজের।
একনায়কশাসিত মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে ২০০৩ সাল থেকে মৃত্যুদণ্ড স্থগিত রয়েছে।
কিন্তু আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়ে আসছিল।
নতুন আইনের ফলে এখন থেকে আর মৃত্যুদণ্ড দেয়া হবে না।
কোন মন্তব্য নেই