সর্বাধিক ব্যবহৃত ১০ অ্যান্ড্রয়েড অ্যাপ
অ্যান্ড্রয়েড ভার্সনের এমন কিছু অ্যাপস রয়েছে যেগুলো ব্যবহারকারীদের আরও বেশি স্মার্ট করে তুলবে। সহজ করে দেবে অনেক কঠিন কাজও। এমন ১০টি অ্যান্ড্রয়েডের অ্যাপসের নাম জানব আজ।
সর্বাধিক ব্যবহৃত অ্যাপসগুলো:
১। গুগল অ্যাপস।
২। নোটিফিকেশন হিস্ট্রি লগ।
৩। ট্যাপ ট্যাপ।
৪। গুগল ম্যাপ অফলাইন।
৫। টাইল শর্টকাট।
৬। গুগল লেন্স।
৭। মাইক্রোসফট ম্যাথ সলভার।
৮। ফাইন্ড এ সং।
৯। স্ক্রিন পাইনিং।
১০। স্পিস টু টেক্সট।
কোন মন্তব্য নেই