এক নতুন ফিটনেস পরীক্ষা যোগ করল বিসিসিআই - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এক নতুন ফিটনেস পরীক্ষা যোগ করল বিসিসিআই

 


অস্ট্রেলিয়ার মাটিতে ফিটনেস নিয়ে বারবার ভুগতে হয়েছিল ভারতীয় দলকে। ইয়ো ইয়ো টেস্টের পর, এবার এক নতুন ফিটনেস পরীক্ষা যোগ করল বিসিসিআই। এই পরীক্ষায় পাশ করলে তবেই জায়গা পাওয়া যাবে দলে। ক্রিকেটারদের ফিট রাখতে এমনই উপায় বার করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।


নতুন এই টেস্টে ২ কিলোমিটার দৌড়তে হবে ক্রিকেটারদের, নির্দিষ্ট একটা সময়ের মধ্যে। পেসারদের জন্য সময় বরাদ্দ হয়েছে ৮ মিনিট ১৫ সেকেন্ড এবং বাকিদের জন্য ৮ মিনিট ৩০ সেকেন্ড। ইয়ো ইয়ো টেস্ট থাকছেই, সঙ্গে যোগ হচ্ছে এই ‘স্পিড অ্যান্ড এনডিয়েরেন্স টেস্ট’।


বিসিসিআই-এর তরফে বলা হয়েছে, “এখন যে ফিটনেস পরীক্ষা নেওয়া হয়, তার জন্য আমাদের ক্রিকেটারদের ফিটনেস অনেকটাই বেড়ে গিয়েছে। এবার আমাদের চেষ্টা সেটাকেও অতিক্রম করে যাওয়ার। নতুন এই পরীক্ষায় ক্রিকেটারদের ফিটনেস আরও বেড়ে যাবে। প্রতি বছর বোর্ড উন্নতির চেষ্টা করবে।”

কোন মন্তব্য নেই