১২ লাখ ৮৫ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল আমদানিসহ ৯ প্রস্তাব অনুমোদন
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল সংবাদিকদের জানান, বৈঠকে জি-টু-জি-এর আওতায় ‘বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন’ (বিপিসি) কর্তৃক ২০২১ সালের জানুয়ারি-ডিসেম্বর পর্যন্ত সময়ে বিভিন্ন ক্যাটাগরির আমদানিতব্য ২৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানির পরিমাণ এবং জানুয়ারি-জুন পর্যন্ত সময়ের জন্য ১২ লাখ ৮৫ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ৪ হাজার ৩৮৪ কোটি ৫৮ লাখ টাকা।
তিনি জানান, বৈঠকে ‘বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন’ (বিসিআইসি) কর্তৃক রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে ৫০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার (অপশনাল) ইউরিয়া সার ক্রয়ের দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে ৫৫ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে কাতারের ‘মুনতাজাত’ থেকে ১০ম লটে (শেষ লট) ২৫ হাজার মেট্রিক টন এবং ৫৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে সংযুক্ত আরব আমিরাত থেকে ২৫ হাজার মেট্রিক টন সার কেনা হবে। অতিরিক্ত সচিব জানান, বৈঠকে ‘চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ড ও টার্মিনালের জন্য প্রয়োজনীয় ইক্যুইপমেন্ট সংগ্রহ’ শীর্ষক প্রকল্পের আওতায় ৪টি কী গ্যান্ট্রি ক্রেন ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এগুলো সরবরাহ করবে চীনা প্রতিষ্ঠান ‘সাংহাই ঝেনহুয়া হেভি ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড’। এতে ব্যয় হবে ২৪৩ কোটি ৫৭ লাখ টাকা।
তিনি জানান, বৈঠকে চট্টগ্রাম বন্দরের একই প্রকল্পের আওতায় ১১টি রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১৩০ কোটি ১৭ লাখ টাকা। দুটি প্রতিষ্ঠান এগুলো সরবরাহ করবে। এর মধ্যে ৫৯ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ৫টি রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন সরবরাহ করবে দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ‘ট্রান্স গাল্ফ পোর্ট ক্রেন্স এলএলসি’ এবং ৭০ কোটি ৮৩ লাখ টাকা টাকা ব্যয়ে ৬টি রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন সরবরাহ করবে চীনা প্রতিষ্ঠান ‘সাংহাই ঝেনহুয়া হেভি ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড’।
অতিরিক্ত সচিব জানান, বৈঠকে বিআরটিএ কর্তৃক ‘কালেকশন অব মোটর ভেহিক্যাল ট্যাক্সেস অ্যান্ড ফিস থ্রোয়াউ অন-লাইন ব্যাংকিং সিস্টেম’-এর আওতায় অন-লাইন ব্যাংকিং ব্যবস্থায় মোটরযানের কর ও ফি আদায়ের সম্ভাব্য অতিরিক্ত ৭৬ লাখ ৯৭ হাজার ৫৭৭টি ট্রানজেকশন সেবা ক্রয়ের জন্য চুক্তি মূল্যের অতিরিক্ত ৪৮ কোটি ২ লাখ টাকা ব্যয় বৃদ্ধির একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। তিনি জানান, এছাড়া ক্রয় কমিটির বৈঠকের আগে ‘অর্থনেতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’-এ কোভিড-১৯ রোগীদের সেবা প্রদানে জরুরি ভিত্তিতে যন্ত্রপাতি ওষুধ ও অন্যান্য জিনিসপত্র এবং সেবা সরাসরি পদ্ধতিতে ক্রয়ের একটি প্রস্তাব ভূতাপেক্ষ অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ২৫ লাখ ৬৭ হাজার টাকা।
কোন মন্তব্য নেই