বিয়ের পিঁড়িতে অস্ট্রেলীয় ক্রিকেটার নেথান লায়ন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিয়ের পিঁড়িতে অস্ট্রেলীয় ক্রিকেটার নেথান লায়ন

 


চলতি বছরেই বিয়ে করতে চলেছেন নেথান লায়ন। অস্ট্রেলিয়ার স্পিনার গাঁটছড়া বাঁধছেন মডেল এমা ম্যাকার্থির সঙ্গে। সিডনি টেনেসি পয়েন্টে ভারতীয় মুদ্রায় প্রায় ২৮ কোটি টাকা দিয়ে বিলাসবহুল একটি অ্যাপার্টমেন্টও কিনে ফেলেছেন লায়ন।


২০১৭-য়ে এমার সঙ্গে আলাপ হয় লায়নের। তখনও প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়নি অস্ট্রেলীয় ক্রিকেটারের। সে সময় দু’জনের সম্পর্ক নিয়ে বিতর্কও হয়েছিল। পরে লায়ন জানিয়েছিলেন, ২০১৯ অ্যাশেজ সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের পর এমাই তাঁকে উদ্বুব্ধ করে তোলেন। লায়ন বলেছিলেন, “এমার সঙ্গে থাকতে পেরে আমি ভাগ্যবান। ক্রিকেট থেকে কিছুদিনের জন্য আমার মন দূরে সরিয়ে দিতে পেরেছিল ও।”


গাব্বায় ভারতের বিরুদ্ধে টেস্টে গ্যালারিতে হাজির থাকতে দেখা গিয়েছিল এমাকে। তখনই তাঁর হাতে হিরের রিং দেখে প্রশ্ন ওঠে। সেই জল্পনা নিরশন করেছেন লায়ন নিজেই।

কোন মন্তব্য নেই