দুধ বিক্রি করে বছরে সোয়া কোটি টাকা আয় ৬৮ বছরের বৃদ্ধার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দুধ বিক্রি করে বছরে সোয়া কোটি টাকা আয় ৬৮ বছরের বৃদ্ধার

 


ভারতের গুজরাটের বনস্কান্ত জেলার নাগানা গ্রামের বাসিন্দা ৬৮ বছরের বৃদ্ধা নাভালবেন দলসাংভাই চৌধুরি। বয়স সত্তর ছুঁই, তারপরেও পরিশ্রমে ঘাটতি নেই। বাড়িতে ৮০টা মহিষ আর ৪৫টা গরু আছে। নিজে তাদের দুধ দোহন করে বিক্রি করেন। ২০২০ সালে মোট ১.১০ কোটি রুুপির (বাংলাদেশি মুদ্রায় প্রায় সোয়া কোটি টাকার সমান) দুধ বিক্রি করেছেন তিনি!


নাভালবেন জানাচ্ছেন, তার চার ছেলে পড়াশুনা এবং শহরে চাকরি বাকরি করছে। কিন্তু কেউই তার মতো আয় করে না। গেল বছরে দুধ বিক্রি করে প্রতি মাসে সাড়ে তিন লক্ষ রুপি লভ্যাংশ পেয়েছেন তিনি। ২০১৯ সালেও তিনি প্রায় ৮৮ লক্ষ রুপির দুধ বিক্রি করেছিলেন।


ডেয়ারি ফার্ম খোলার পর প্রথমদিকে নিজের গ্রাম এবং আশেপাশের গ্রামে দুধ সরবরাহ করতেন নাভালবেন। অল্পদিনের মধ্যেই ব্যবসা বাড়তে থাকে। আজ তার গোয়ালে শতাধিক গরু-মহিষ। ব্যবসা সামলাতে এখন ১৫ জন কর্মচারী রেখেছেন এই বৃদ্ধা। তা সত্ত্বেও এখনও রোজ সকালে বালতি নিয়ে নিজ হাতে দুধ দোহনে বসেন। ইতিমধ্যেই বনস্কান্ত জেলায় তিনবার পশুপালক পুরস্কার এবং দু'বার লক্ষ্মী পুরস্কার পেয়েছেন নাভালবেন। সূত্র : ইন্ডিয়া টাইমস ও আজকাল।

কোন মন্তব্য নেই