ফের বিদ্যুৎহীন হচ্ছে সিলেট - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ফের বিদ্যুৎহীন হচ্ছে সিলেট

 


জরুরি মেরামত কাজের জন্য সিলেট মহানগরীর বেশ কয়েকটি এলাকায় আগামী শনিবার (৯ জানুয়ারি) টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিষয়টি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিতরণ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট গ্রিড উপকেন্দ্রে বিদ্যমান ট্রান্সফরমার টি-১ এর ৩৩ কেভি XLPE ক্যাবল পরিবর্তনসহ ৩৩ কেভি উপশহর ও ৩৩ কেভি এস.সি কলেজ ফিডারের জরুরি মেরামত কাজের জন্য বিক্রয় ও বিতরণ বিভাগ-২, বিউবো, সিলেট দপ্তরের আওতাধীন এলাকাসমূহে শনিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে।  


এলাকাগুলো হচ্ছে- সিলেট নগরীর শাহজালাল উপশহর, তেররতন, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, রাজপাড়া, নাইওরপুল, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, হাফিজ কমপ্লেক্স, যতরপুর, মিরাবাজার, আগপাড়া, ঝেরঝেরীপাড়া, চালিবন্দর, নির্বাচন কমিশন অফিস, কাস্টঘর, হকার্স মাকেট, কালীঘাট, মহাজনপট্রি, বটেরতল, মাছিমপুর, ছড়ারপার, সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, খারপাড়া, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যানপুর, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, পীরেরচক, মেন্দিবাগ, কুশিঘাট, শাহপরান থানা, সাদাটিকর, সোনাপুর, নয়াবস্তি, টিবি হাসপাতাল, মিতালিটিলা, খরাদিপাড়া, রাজবাড়ী, দর্জিপাড়া, নাইওরপুল, চারাদিঘীরপাড় আরামবাগ, দূর্গাবাড়ী, বালুচর পয়েন্ট, উত্তর বালুচর, কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, কাজীটুলা, মিরবক্সটুলা, জিন্দাবাজার, হাওয়াপাড়া, বারুদখানা, কুমারপাড়া, নয়াসড়ক ও জেলরোড।

কোন মন্তব্য নেই