ব্যারিস্টার মওদুদের জন্য দোয়া চাইলেন কাদের মির্জা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ব্যারিস্টার মওদুদের জন্য দোয়া চাইলেন কাদের মির্জা

 


বিএনপির স্থানীয় কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা।


আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে বসুরহাট পৌরসভার মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বসুরহাট পৌরসভার ৬নং ওয়ার্ড ফজলুল হক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক পথসভায় তিনি সকলের কাছে মওদুদের জন্য দোয়া চান। 


তিনি বলেন, মওদুদ সাহেবের মতো মানুষ আমরা আর কখনও পাবো না।  উনার রাজনীতি জীবনে অনেক ভুল ক্রটি রয়েছে। সবাই সবকিছু ভুলে গিয়ে দোয়া করবেন যাতে উনি সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসতে পারেন।


এ সময় কাদের মির্জা নোয়াখালীর কয়েকজন আওয়ামী লীগ নেতার আবারও সমালোচনা করে বলেন, যারা দলের জন্য সবকিছু ত্যাগ করেছে, রক্ত ঝরিয়েছে তারা আজ ত্যাগী না, আর যারা দল থেকে বড় বড় সুবিধা নিচ্ছে তারা আজ বড় বড় পদে বসে আছে।  ত্যাগী নেতাদের মূল্য না দিলে আগামীতে আর কোন ত্যাগী নেতার জন্ম নিবে না। 


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত, ইসকান্দার বাবুল, আজম পাশা চৌধুরী রুমেল প্রমুখ।

কোন মন্তব্য নেই