শিক্ষার্থীদের টিকা দিয়ে ফেব্রুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শিক্ষার্থীদের টিকা দিয়ে ফেব্রুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি



 


চলতি জানুয়ারি মাসের মধ্যে শিক্ষার্থীদের তালিকা করে প্রত্যেকের করোনার টিকা নিশ্চিতের পর ফেব্রুয়ারির শুরুতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছে নাগরিক ছাত্র ঐক্য। একই সময়ে তারা শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক হল খুলে দেওয়ার দাবি জানিয়েছে।


আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আবাসিক হলসহ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করে নাগরিক ছাত্র ঐক্য। এই কর্মসূচি থেকে তারা এসব দাবি জানায়।


নাগরিক ঐক্যের ছাত্রসংগঠন নাগরিক ছাত্র ঐক্য। নাগরিক ছাত্র ঐক্যের এই কর্মসূচিতে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ হোসেন বলেন,

জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের তালিকা করতে হবে। প্রত্যেক শিক্ষার্থীর করোনার টিকা নিশ্চিত করে ফেব্রুয়ারির শুরুতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।


হল না খুলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার সমালোচনা করেন মোশাররফ হোসেন। নাগরিক ছাত্র ঐক্যের দাবি না মানা হলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি।


ছাত্রসমাজকে ‘অশিক্ষিত’ করে একটা মেরুদণ্ডহীন রাষ্ট্র নির্মাণের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন নাগরিক ছাত্র ঐক্যের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম। তিনি বলেন, সরকার আন্দোলনের ভয়ে ছাত্রসমাজকে ঘরবন্দী করে রাখার চেষ্টা করছে।


নাগরিক ছাত্র ঐক্যের দপ্তর সম্পাদক শাওন রহমান বলেন, আবাসিক হল খুলে পরীক্ষার ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীদের করোনা টিকার ব্যবস্থা করে তারপর পরীক্ষা নিতে হবে।


সমাবেশ শেষে নাগরিক ছাত্র ঐক্য প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জাতীয় ঈদগাহ মোড় হয়ে পল্টনের তোপখানায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।



কোন মন্তব্য নেই