৪১তম বিসিএস প্রিলি: শ্রুতলেখকের জন্য আবেদন আহ্বান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

৪১তম বিসিএস প্রিলি: শ্রুতলেখকের জন্য আবেদন আহ্বান

 


৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য শ্রুতলেখক প্রয়োজন হলে প্রার্থীদের আবেদন করতে হবে। যাঁদের শ্রুতলেখক প্রয়োজন হবে, তাঁদের আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে এ আবেদন করতে হবে। প্রিলিমিনারি পরীক্ষার জন্য শ্রুতলেখক পেতে প্রার্থীদের আবেদন করার এ আহ্বান গতকাল সোমবার জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নুর আহমদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রুতলেখক পেতে আবেদন করার এ আহ্বান জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৯ মার্চ ৪১তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রতিবন্ধী প্রার্থীদের মধ্যে যেসব প্রার্থীর শ্রুতলেখক প্রয়োজন হবে, তাঁদের জন্য সরকারি কর্ম কমিশন থেকে শ্রুতলেখক নিয়োগ করা হবে।


শ্রুতলেখকের চাহিদা জানিয়ে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে অফিস চলাকালে পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার), বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকার দপ্তরে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।


৪১তম বিসিএস প্রিলি: শ্রুতলেখকের জন্য আবেদন আহ্বান


আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত কাগজ জমা দিতে হবে

ক. অনলাইন আবেদনপত্রের (BPSC Form-1) কপি

খ. প্রার্থীর দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি

গ. শ্রুতলেখকের প্রয়োজনীয়তা সম্পর্কে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত ডাক্তারি প্রত্যয়নপত্র

ঘ. সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী পরিচয়পত্রের সত্যায়িত কপি


বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, বর্ণিত কাগজপত্রসহ নির্ধারিত তারিখের মধ্যে (১০ ফেব্রুয়ারি) অফিস চলাকালে আবেদন না করলে শ্রুতলেখক নিয়োগ করা হবে না। শ্রুতলেখকের জন্য আবেদনকারী প্রার্থীকে কেবল কর্ম কমিশন থেকে প্রদত্ত অনুমোদিত শ্রুতলেখকের সহায়তায় পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।


আগামী ১৯ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহে একযোগে ৪১তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ৭৫ হাজার জন। এ বিসিএসে ২ হাজার ১৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

কোন মন্তব্য নেই