স্বামীর নির্যাতন, ঋণের চাপ, সইতে না পেরে ট্রেনের নিচে গৃহবধূ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

স্বামীর নির্যাতন, ঋণের চাপ, সইতে না পেরে ট্রেনের নিচে গৃহবধূ

 


কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্বামীর নির্যাতন আর ঋণের বোঝা সইতে না পেরে তাছলিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূ ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন। কুলিয়াচরের মধুয়ারচর এলাকায় আজ সকাল ৮টায় ঢাকাগামী একটি ট্রেনের নিচে ঝাপ দেন তিনি। খবর পেয়ে ভৈরব রেলওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত গৃহবধূ কুলিয়ারচরের নাসিরাকান্দি গ্রামের সবুজ মিয়ার স্ত্রী। 


নিহত গৃহবধূর ছোট বোন মাহমুদা বেগম জানান, ১১ বছর পূর্বে সবুজ মিয়ার সঙ্গে বিয়ে হয় তাসলিমার। বিয়ের পর থেকেই স্বামী প্রায়ই তাসলিমাকে মারধর করত। এ ছাড়া সবুজের কাছে পাওয়ানাদাররা বাড়িতে এসে তসলিমাকে কথা শোনাতো। 


ভৈরব রেলত্তয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহম্মদ বিশ্বাস বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোর গঞ্জের সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট প্রাপ্তির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আপাতত পুলিশবাদী হয়ে রেলত্তয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।

কোন মন্তব্য নেই