ফোল্ডএবল আইফোন পর্দার প্রোটোটাইপ বানাচ্ছে অ্যাপল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ফোল্ডএবল আইফোন পর্দার প্রোটোটাইপ বানাচ্ছে অ্যাপল




 
ফোল্ডএবল স্মার্টফোন নিয়ে প্রতিযোগিতা চলছে নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে৷ ইতোমধ্যেই বাজারে এসেছে কয়েকটি প্রতিষ্ঠানের ফোল্ডএবল ডিভাইস৷


ফোল্ডএবল ফোনের প্রতিযোগিতায় এবার নাম লেখালো প্রযুক্তি জায়ান্ট অ্যাপল৷ ইতোমধ্যেই ডিভাইসটির জন্য অভ্যন্তরীণভাবে ফোল্ডএবল পর্দার প্রোটোটাইপ নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি, এমনটাই উঠে এসেছে ব্লুমবার্গের প্রতিবেদনে৷


প্রতিবেদনে ব্লুমবার্গ জানিয়েছে, প্রাথমিক প্রোটোটাইপ সম্ভবত স্যামসাং, মোটোরলা এবং অন্যান্য প্রতিষ্ঠানের ফোল্ডএবল স্মার্টফোনে যেমনটা দেখা গেছে তেমনই হবে৷

"পুরোপুরি কব্জাবিহীন ফোল্ডএবল" পর্দার দিকেই এগোচ্ছে অ্যাপল, যা ভাঁজ খুললে আইফোন ১২ প্রো ম্যাক্সের পর্দার সমান হবে৷


খোলামেলাভাবে এখনও ফোল্ডএবল ফোনে আগ্রহ প্রকাশ করেনি অ্যাপল৷ যদিও নতুন ধারার পণ্য উন্মোচনের আগে খুব কমই ইঙ্গিত দেয় চমক দেখানোয় আগ্রহী এই প্রতিষ্ঠানটি৷


ফোল্ডএবল স্মার্টফোন খাতে অ্যাপলের মূল প্রতিদ্বন্দী প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই বিশেষ এই ধরনের ডিভাইস বিক্রি শুরু করেছে৷ ইতোমধ্যেই একাধিক ফোল্ডএবল স্মার্টফোন উন্মোচন করেছে স্যামসাং এবং মোটোরলা৷


প্রতিবেদনে ব্লুমবার্গ আরও জানিয়েছে, অ্যাপল পণ্যে কিছু আপডেট আসবে ২০২১ সালে, যদিও তার মাত্রা খুবই কম৷ তবে, নতুন আইফোনে এবছরই দেখা যেতে পারে পর্দার নিচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার৷

কোন মন্তব্য নেই