বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠিয়েছে এসিআইয়ের ২ কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠিয়েছে এসিআইয়ের ২ কোম্পানি

 


এসিআই গ্রুপের দুই কোম্পানি সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বুধবার (২০ জানুয়ারি) কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।


কোম্পানিগুলো হচ্ছে : এসিআই ফরমুলেশন ও এসিআই লিমিটেড।


তথ্য মতে, এসিআই ফরমুলেশনস নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আর যাদের ব্যাংকে বিইএফটিএন সিস্টেমস নেই, তাদের লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে।


এর আগে, ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।


অন্যদিকে এসিআইয়ের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। আর যাদের ব্যাংকে বিইএফটিএন সিস্টেমস নেই, তাদের লভ্যাংশ ডিভিডেন্ড ওয়ারান্টের মাধ্যমে বিতরণ করা হবে।


এসিআয়ের লভ্যাংশ মতিঝিল সি/এ ঢাকা কোম্পানির শেয়ার অফিস থেকে সংগ্রহ করতে হবে। ১৯ জানুয়ারি (মঙ্গলবার) থেকে লভ্যাংশ বিতরণ শুরু হয়েছে। যা ২১ জানুয়ারীর মধ্যে অফিস সময়ে (সকাল ১০টা থেকে বিকাল ৪টা) লভ্যাংশ সংগ্রহ করা যাবে।


উল্লেখ্য, আলোচ্য বছরে এসিআই ৯০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৮০ শতাংশ নগদ।

কোন মন্তব্য নেই