মধ্যবিত্তের জন্য ১০,০০০ টাকায় লঞ্চ হল Samsung Galaxy M02s
মধ্যবিত্তের মন কাড়তে লঞ্চ হল Samsung Galaxy M02s। দাম মাত্র হাজের দশেক টাকা। ব্যাটারি ৫০০০ mAh। রয়েছে ১৫ওয়াট ফাস্ট চার্জিং।
এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 450 SoC। ট্রিপিল ক্যামেরা সেটআপ রয়েছে Samsung Galaxy M02s। ইতিমধ্যে নেপালে লঞ্চ হয়েছে Samsung Galaxy M02s।
Samsung Galaxy M02s ভারতে ৩ জিবি র্যাম + ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম ৮,৯৯৯ টাকা। ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৯,৯৯৯ টাকা। কালো নীল ও লাল রঙে পাওয়া যাবে samsung Galaxy M02s। Amazon খুব শীঘ্রই এর বিক্রি শুরু করবে।
কোন মন্তব্য নেই