নজরে তথ্য ফাঁস, হোয়াটসঅ্যাপ আনছে নয়া প্রাইভেসি পলিসি
বিশ্বায়নের যুগে দাঁড়িয়ে আট থেকে আশি সকলেই মজেছে স্মার্ট ফোনের নেশায়। স্মার্টফোন এবং ইন্টারনেট যেন ডিজিটাল দুনিয়ায় এখন একে অপরের সমার্থক। ইন্টারনেট ব্যবহার করে সোশ্যাল মিডিয়ার সাহায্যে পৃথিবীটাকে হাতের মুঠোয় বন্দি করা হয়েছে। যা চাইছি তাই-ই সেকেন্ডের ভগ্নাংশে ফুটে উঠেছে চোখের সামনে। যুগের সঙ্গে তাল মিলিয়ে স্মার্টফোনের মতোই মানুষও হয়ে উঠেছে আরও আধুনিক, প্রযুক্তি নির্ভর।
তবে এই সমস্ত প্রযুক্তির তথা ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার না জানলে এটি আমাদের জীবনে যেকোনও মুহুর্তে বড়সড় বিপর্যয় ডেকে আনতে পারে। ঘটতে পারে অঘটন। ভারতে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম হিসেবে সবথেকে বেশি গ্রাহক রয়েছে সাধারণত ফেসবুক এবং হোয়াইটসঅ্যাপের। অতি সম্প্রতি এই দুই মিডিয়ার মাধ্যমে মানুষের গুরুত্বপূর্ণ, ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ উঠছিল। নিজেদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা।
যারফলে একদিকে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মানুষজন চিন্তিত হয়ে পড়েছিল, তেমনই গ্রাহকদের তথ্য সুরক্ষিত রাখা এই সমস্ত সংস্থার পরেও বর্তায়। ফলে গ্রাহকদের যাবতীয় তথ্য সুরক্ষিত এবং নিরাপদ রাখতে আরও বেশকিছু নিরাপত্তা সংক্রান্ত পলিসি আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। যদিও এর আগেও গ্রাহকদের সতর্ক করতে বেশকিছু পলিসি প্রকাশ করেছল এই সংস্থা।
তবে এবার মনে করা হচ্ছে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী গ্রাহকদের সোশ্যাল মিডিয়ায় নিরাপত্তা আরও সুরক্ষিত এবং নিশ্চিত করতে সংস্থার নয়া পলিসি মানুষকে আরও বেশি উপকৃত করবে।
এই বিষয়ে হোয়াটসঅ্যাপের তরফে একটি ব্লগ পোস্ট করা হয়েছে। ওই ব্লগে বলা হয়েছে, ” সোশ্যাল মিডিয়া হিসেবে হোয়াইটঅ্যাপ কারও ব্যক্তিগত তথ্য জানতে চায় না। কোনও রকম মেসেজ, রেকর্ডিং বা আপনার স্ট্যাটাস কোনওটাই হোয়াইট অ্যাপ নজরদারি করতে পারে না। গ্রাহকদের ব্যক্তিগত তথ্য কথোপকথন সদা সুরক্ষিত রাখতে তাঁদের সংস্থা দায়বদ্ধ।”
এছাড়াও ওই ব্লগের পলিসি সংক্রান্ত নতুন ব্যানারে আরও বলা হয়েছে, আগামী ১৫ মে’র মধ্যে হোয়াটস অ্যাপের নতুন প্রাইভেসি পলিসি আপডেট দেওয়া হবে এবং প্রতিটি গ্রাহকদের ওই তারিখের মধ্যোই নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় নিয়মাবলি মেনে নিতে হবে। যদিও ১৫ মে’র পরে গ্রাহকেরা যদি হোয়াটসঅ্যাপের নয়া সতর্কতা বিধি না মানেন তাহলে পরবর্তী সময়ে গ্রাহকদের এটি ব্যবহারের ক্ষেত্রে কোনও অসুবিধায় পড়তে হতে পারে কিনা তা অবশ্য কিছু বলা হয়নি।
এবার থেকে হোয়াটসঅ্যাপে ব্যবসা সংক্রান্ত অ্যাকাউন্ট খুললে গ্রাহক পরিষেবা দেওয়ার জন্য চার্জ নেওয়া হবে। তবে সাধারণ মানুষের থেকে নয়। ওই ব্লগে বলা হয়েছে, ব্যবসা সংক্রান্ত কিছু বিষয় সরাসরি ফেসবুকের সঙ্গে জড়িত। সেক্ষেত্রে গ্রাহক তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ফেসবুকের সঙ্গে যুক্ত করবে কিনা সেই অপশনও দেওয়া থাকবে। এক্ষেত্রে গ্রাহক তাঁর ইচ্ছামত অপশন পছন্দ করতে পারেন।
কোন মন্তব্য নেই