কেমন হল নতুন nokia 3.4 - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কেমন হল নতুন nokia 3.4

 


ভারত সহ আন্তর্জাতিক মোবাইলের বাজারে যথেষ্ট জনপ্রিয় ব্র্যান্ড গুলির মধ্যে অন্যতম হল নোকিয়া। বিগত কয়েক দশক ধরে গ্রাহকদের জন্য একের পর এক ফোন বাজারে নিয়ে এসে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে তারা তার সঙ্গে গ্রাহকদের জন্য তাদের তরফে অন্যান্য বেশ কিছু গ্যাজেট লঞ্চ করা হয়েছে। তবে তার মধ্যে ফোনের ক্ষেত্রে এখনো যথেষ্ট জনপ্রিয় নোকিয়া। নয়া এই ফোনও ক্রেতাদের মন জয় করে নিতে পারবে বলে আশাবাদী সংস্থাটি।

 

কিছুদিন আগেই গ্রাহকদের কথা ভেবে নতুন ভাবে নোকিয়ার তরফে লঞ্চ করা হয়েছিল nokia 3.4 তবে কেবল এই একটি ফোনই নয় এর সঙ্গে লঞ্চ করা হয়েছিল আরও একটি ফোন। বরাবর বাজেটের উপরে জোর দিয়ে উন্নত ফিচার যুক্ত বাজারে নিয়ে আসে সংস্থাটি। ১৫ হাজারের মধ্যে এই ফোন বাজারে আনার ফলে ক্রেতারা যথেষ্ট সুবিধা পেয়েছিল। তবে তার মধ্যে মনে করা হয়েছে যারা ফিচার যুক্ত ফোনের দিকে আগ্রহী তাদের কাছেও এই ফোন যথেষ্ট জনপ্রিয় হবে। কারণ অল্প দামের মধ্যেও এই ফোনে আনা হয়েছিল বেশ কিছু ফিচার। আর তা যথেষ্ট জনপ্রিয় হয়েছিল।


ক্রেতাদের কথা ভেবে আকর্ষণীয় লুকের সঙ্গে লঞ্চ করা হয়েছিল এই ফোন। বাজারে থাকা অন্য ফোনের থেকে যাতে আগেই এই ফোনের দিকে নজর যায় সেই কারণেই গ্রাহকদের জন্য এই ফোন আনা হয়েছিল আকর্ষণীয় লুকে। এছাড়াও এই ফোনে রয়েছে ৬.৩৯ ইঞ্চি ডিসপ্লের সুবিধা। পাশপাশি রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরার সুবিধা। বর দিপ্লের থাকার জন্য ভালো ভাবে ব্যবহারকারীরা দেখতে পারবেন। এছাড়াও এই ফোনে রয়েছে উন্নত সেলফি ক্যামেরা। যা দিয়ে কাচের মতো স্বচ্ছ ছবি তোলা যাবে।

 

তার সঙ্গে রয়েছে উন্নত ব্যাটারি পরিষেবার সুবিধা। এছাড়াও এই ফোনে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্টের সুবিধা। তার সঙ্গে রয়েছে ৫০০০ mah ব্যাটারির সুবিধাও। এছাড়াও এই ফোনে রয়েছে উন্নত প্রসেসরের সুবিধাও। ফলে অল্প বাজেটের ফোন যারা খোঁজেন তাদের কাছে রীতিমত সেরা বিকল্প এই ফোন।

কোন মন্তব্য নেই