লঞ্চের আগেই ফাঁস oneplus 9 ফোনের তথ্য - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

লঞ্চের আগেই ফাঁস oneplus 9 ফোনের তথ্য



করোনা পরবর্তী সময়ে সাধারণ মানুষের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটি হল স্মার্ট ফোন। আর সেই কারণেই ক্রেতাদের জন্য একাধিক কোম্পানির তরফে বাজারে আনা হয়েছে বেশ কিছু নতুন সিরিজের ফোন। এমনকি অল্প বাজেটের মধ্যেও বেশ কিছু কোম্পানির তরফে লঞ্চ করা হয়েছে একাধিক ফোন। তবে এবারে জানা গিয়েছে লঞ্চ হওয়ার আগে ফাঁস হয়ে গেল oneplus 9 ফোনের বেশ কিছু তথ্য।

 

যদিও বরাবর ক্রেতাদের কথে ভেবে বিভিন্ন ধরনের বাজেটের মধ্যে oneplus এর তরফে আনা হয়েছে স্মার্ট ফোন। তবে এবারে মনে করা হচ্ছে এই ফোন নিয়ে যথেষ্ট আকর্ষণ ছিল ক্রেতাদের মধ্যে। এর আগেও তাদের তরফে আনা হয়েছিল বেশ কিছু ফোন। আর সেই সকল ফোন যথেষ্ট জনপ্রিয় হওয়ার কারণেই লঞ্চ করার পরিকল্পনা করা হয়েছিল এই ফোনের। কিন্তুতার আগেই এই ফোনের বেশ কিছু তথ্য ফাঁস হওয়াতে আরবেশি করে ক্রেতাদের কাছে আকর্ষণের বিষয় হয়ে দাঁড়িয়েছে এই ফোন। তবে মনে করা হচ্ছে দ্রুত এই ফোন লঞ্চ করা হবে গ্রাহকদের জন্য।


এছাড়াও এই ফোনে থাকবে ৬.৫৫ ইঞ্চি ডিসপ্লের সুবিধা। এই ফোনে থাকবে ৮ জিবি র‍্যাম এবং তার সঙ্গে থাকবে ১২৮ জিবি স্টোরেজের সুবিধা। এছাড়াও এই ফোনে থাকবে ৪৫০০ mah ব্যাটারির সুবিধা। সঙ্গে থাকবে ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সুবিধাও। জানা গিয়েছে এই ফোনে থাকবে ৬৫ w দ্রুত চার্জের সুবিধাও। এছাড়াও জানা গিয়েছে এই ফোন ১২ জিবি র‍্যামের সঙ্গেও লঞ্চ করা হতে পারে।

 

জানা গিয়েছে এই ফোনে থাকবে qualcomm snapdragon888 soc এর সুবিধাও। এই মুহূর্তে একাধিক কোম্পানি আন্তর্জাতিক বাজারের পাশপাশি ভারত সহ অন্যান্য দেশে রয়েছে তাদের তরফে আনা হয়েছে বেশ কিছু ফোন। আর তা যথেষ্ট সুবিধা দিয়েছে গ্রাহকদের। কিন্তু তার মধ্যেও এই ফোন নিয়ে ক্রমেই বেড়েছে আকর্ষণ। তবে কবে নাগাদ এই ফোন লঞ্চ করা হবে এবং এই ফোনের দাম কত রাখা হবে তা এখনো জানা যায়নি।

কোন মন্তব্য নেই