সূচকের বড় পতনে লেনদেন চলছে শেয়ারবাজারে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সূচকের বড় পতনে লেনদেন চলছে শেয়ারবাজারে

 

শেয়ারবাজারে সূচকের ব্যাপক পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। আজ বুধবার দেশের প্রধান সূচক ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক কমেছে ৭৬ পয়েন্ট। এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ৩০৮ কোটি ৫৫ লাখ টাকার।


লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ২৪৫টির, বেড়েছে মাত্র ১৬টির, অপরিবর্তিত আছে ৭৩টির দর।


এ সময় পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, রবি, বেক্সিমকো ফার্মা, লঙ্কা বাংলা ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, প্রিমিয়ার ব্যাংক, রহিমা ফুড, সামিট পাওয়ার, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড ও বিএটিবিসি।


অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। দুপুর সাড়ে ১২টা নাগাদ সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২০১৩ পয়েন্ট।

কোন মন্তব্য নেই