১১ কোম্পানির বিনিয়োগকারীরা বড় ভাগ্যবান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

১১ কোম্পানির বিনিয়োগকারীরা বড় ভাগ্যবান

 

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার পুঁজিবাজারে বড় পতন হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধা্ন সূচক কমেছে প্রায় ৯৫ পয়েন্ট। আজ ডিএসইতে ২৫৭টির বা ৭৩.৮৫ শতাংশ প্রতিষ্ঠানেরই শেয়ার ও ইউনিট দর কমেছে। অন্যদিকে, মাত্র ১১টির বা ৩.১৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এই ১১ কোম্পানির বিনিয়োগকারীরা সত্যি বড় ভাগ্যবান।


দর বাড়ার ভাগ্যবানদের ১১টি কোম্পানি হলো-দেশ জেনারেল ইন্সুরেন্স, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, ঢাকা ডাইং, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড, স্যোসাল ইসলামী ব্যাংক, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, হাইডেলবার্গ সিমেন্ট, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড ও ইসলামী ব্যাংক লিমিটেড।


কোম্পানিগুলোর মধ্যে দেশ জেনারেল ইন্সুরেন্সে ও সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে লেনদেন হয়েছে। কোম্পানি দুটির শেয়ার ছিল বিক্রেতাশুন্য।


দেশ জেনারেল ইন্সুরেন্স আজ দ্বিতীয় দিনের মতো পুঁজিবাজারে লেনদেন হয়েছে। আগেরদিন দর বেড়েছে ৫০ শতাংশ। আজও বেড়েছে ৫০ শতাংশ। দুই দিনই কোম্পানিটির শেয়ার বিক্রেতাশুন্য ছিল।


অন্যদিকে, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড আগেরদিনও বেড়েছে প্রায় ১০ শতাংশ। আজও বেড়েছে প্রায় ১০ শতাংশ। অর্থাৎ দুই দিনই ফান্ডটির ইউনিট সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে বিক্রেতাশুন্য ছিল।


বাকি ৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে নামে মাত্র। প্রতিষ্ঠানগুলো দর বেড়েছে ০.৩৫ শতাংশ থেকে ২.৮৯ শতাংশ পর্যন্ত। তারপরও বড় পতনের বাজারে প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিট দর ঊর্ধ্বমুখী ছিল-এটাই কম কী!

কোন মন্তব্য নেই