প্রথম দিনেই গেইনারের শীর্ষে এনআরবিসি ব্যাংক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

প্রথম দিনেই গেইনারের শীর্ষে এনআরবিসি ব্যাংক


শেয়ারবাজারে তালিকাভুক্তর পর লেনদেনের প্রথম দিনই শেয়ার দর বেড়ে শীর্ষে উঠেছে এনআরবিসি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) এনআরবিসি ব্যাংকের প্রতিটি শেয়ার ১০ টাকা মূল্যে বিক্রি করা হয়। আর প্রথম দিনে কোম্পানিটির শেয়ার দর ৩.২০ টাকা বা ৩২ শতাংশ বেড়ে ১৩.২০ টাকায় দাঁড়ায়। এর মাধ্যমে এনআরবিসি ব্যাংক ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।


ডিএসইতে গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ব্যাংকের ৯.৫২ শতাংশ, গোল্ডেন সনের ৯.০৯ শতাংশ, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ৮.৮০ শতাংশ, আমান কটনের ৮.১৩ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৮.১২ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৬.৫১ শতাংশ, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ৬.২৫ শতাংশ, সামিট এলায়েন্স পোর্টের ৬.১২ শতাংশ এবং আরামিটের শেয়ার দর ৬.০২ শতাংশ বেড়েছে।





কোন মন্তব্য নেই