কক্সবাজারে হোটেল কক্ষে মিললো লাশ, পালালো দুই বন্ধু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কক্সবাজারে হোটেল কক্ষে মিললো লাশ, পালালো দুই বন্ধু



কক্সবাজার শহরের কলাতলীর কটেজ জোনের সুইটহোম নামে একটি কটেজ থেকে আবদুল মান্নান নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। 


মঙ্গলবার বিকাল ৫টার দিকে সিআইডি ও পুলিশের দল লাশটি উদ্ধার করে। আলামত ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি মর্গে নেয়া হয়েছে।


নিহত আবদুল মান্নান কক্সবাজার শহরের বাদশা ঘোনা এলাকার জাকের হোসাইনের ছেলে।

কটেজ কর্তৃপক্ষ জানায়, দুইদিন আগে দুই বন্ধুসহ তিনজন মিলে কটেজ সুইটহোমের ৩০২ নং কক্ষ ভাড়া নেন। এর মধ্যে আজ মঙ্গলবার বিকালের দিকে ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হলে পুলিশকে খবর দেন।


ঘটনাস্থল থেকে পুলিশের এক কর্মকর্তা জানান, গলায় তার পেঁচিয়ে হত্যা করা হয়েছে। গলায় তার পেঁচানোর দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে,  সাথে থাকা দুইজন মিলে গলায় তার পেঁচিয়ে তাকে হত্যা করে খাটের নিচে লাশ লুকিয়ে পালিয়ে গেছে।

কোন মন্তব্য নেই