ডিএসইতে সূচকের উত্থান, লেনদেন বেড়েছে ৭৭ কোটি টাকা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ডিএসইতে সূচকের উত্থান, লেনদেন বেড়েছে ৭৭ কোটি টাকা


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর বাড়ায় সূচকের উত্থান দেখা গেছে। একইসঙ্গে লেনদেন আগের কার্যদিবসের তুলনায় ৭৭ কোটি টাকা বেড়েছে। এদিন মোট ৩৫২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। দর বেড়েছে ১৮৮টির এবং কমেছে ৫৬টির। বাকি ১০৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় ৬৯৩ কোটি ১৭ লাখ ৫ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬১৫ কোটি ৯৭ লাখ ৫২ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ লেনদেন বেড়েছে ৭৭ কোটি ১৯ লাখ ৫৩ হাজার টাকা। এদিন ২১ কোটি ২৭ লাখ ৯৩ হাজার ৭৬৬টি শেয়ার এক লাখ ৫৯ হাজার ৫১৫ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরুতে পতন দেখা গেলেও বেলা সাড়ে ১১টা থেকে শেষ পর্যন্ত উত্থানের চিত্র দেখা গেছে। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।


বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬২ দশমিক ৪১ পয়েন্ট বা ১ দশমিক ১৬ শতাংশ বেড়ে পাঁচ হাজার ৪১২ দশমিক ১৯ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৯ দশমিক ৪৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৭ শতাংশ বেড়ে এক হাজার ২৩৫ দশমিক ৯৪ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ৩২ দশমিক ২৮ পয়েন্ট বা ১ দশমিক ৫৮ শতাংশ বেড়ে দুই হাজার ৬৬ দশমিক ৮৬ পয়েন্টে স্থির হয়। গতকাল ডিএসইর বাজার মূলধন ৭ হাজার ৭০০ কোটি ৯৮ লাখ ৪৩ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৭২ হাজার ৩০১ কোটি ৭০ লাখ ৭৮ হাজার টাকায়।


গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। কোম্পানিটির ৭৬ কোটি ৪২ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ১ টাকা ৮০ পয়সা বেড়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ৪৬ কোটি ৬৭ লাখ ৯৮ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর এক টাকা ২০ পয়সা বেড়েছে। এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ৪২ কোটি ৮৫ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারদর ৩ টাকা ২০ পয়সা বেড়েছে। এর পরের অবস্থানগুলোয় থাকা রবি আজিয়াটা লিমিটেডের ৩৬ কোটি ৯১ লাখ ৮৯ হাজার টাকার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৩৩ কোটি ৫৫ লাখ ৭৫ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ৩০ কোটি ৪২ লাখ ৯০ হাজার টাকার, জিবিবি পাওয়ার লিমিটেডের ১৭ কোটি ৫০ লাখ ৬৭ হাজার টাকার, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ১৪ কোটি ৪৪ লাখ ২২ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ১৪ কোটি ৪৩ লাখ ৫১ হাজার এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৪ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।


৩২ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ৯ দশমিক ৫২ শতাংশ, গোল্ডেনসন লিমিটেডের ৯ দশমিক ০৯ শতাংশ, মোজাফফর হোসনে স্পিনিং মিলস লিমিটেডের ৮ দশমিক ৮০ শতাংশ, আমান কটন ফাইব্রাস লিমিটেডের ৮ দশমিক ১৩ শতাংশ, এমিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৮ দশমিক ১২ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৬ দশমিক ৫১ শতাংশ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ৬ দশমিক ২৫ শতাংশ, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের ৬ দশমিক ১২ শতাংশ এবং আরামিট লিমিটেডের ৬ দশমিক ০২ শতাংশ শেয়ারদর বেড়েছে।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ১১৫ দশমিক ০৭ পয়েন্ট বা ১ দশমিক ২৩ শতাংশ বেড়ে ৯ হাজার ৪৫৮ দশমিক ০৪ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৯১ দশমিক ২৪ পয়েন্ট বা ১ দশমিক ২৩ শতাংশ বেড়ে ১৫ হাজার ৬৭৭ দশমিক ৮৮ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ২১৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ১২২টির, কমেছে ৪৯টির এবং ৪৬টির দর অপরিবর্তিত ছিল। সিএসইতে লেনদেন হয়েছে ৩২ কোটি ৫৮ লাখ ৬৩ হাজার ৪০৩ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৫ কোটি ২৯ লাখ ৪২ হাজার ৬৮৬ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন বেড়েছে সাত কোটি ২৯ লাখ ২০ হাজার টাকা।


সিএসইতে লেনদেনের শীর্ষে উঠে আসে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ১০ কোটি ৫০ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। দ্বিতীয় অবস্থানে থাকা রবি আজিয়াটার ৩ কোটি ৫৩ লাখ ৯০ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ১ কোটি ৬০ লাখ ৫০ হাজার, লুব রেফ বাংলাদেশ লিমিটেডের এক কোটি ৫৭ লাখ ৭০ হাজার টাকার, বেক্সিমকোর এক কোটি ৪৫ লাখ ৩০ হাজার টাকার এবং লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের 





কোন মন্তব্য নেই