নতুন ফোল্ডএবল স্মার্টফোনের পেটেন্ট নিলো শাওমি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নতুন ফোল্ডএবল স্মার্টফোনের পেটেন্ট নিলো শাওমি



 

নতুন ফোল্ডএবল স্মার্টফোনের পেটেন্ট নিয়েছে শাওমি। মি মিক্স সিরিজের অংশ হিসেবে আসবে ফোনটি, ভাঁজ খুলবে বাইরের দিকে। দেখতে অনেকটাই হবে হুয়াওয়ে মেট এক্সএসের মতো। 


গিজমো চায়নার বরাত দিয়ে বিজনেস ইনসাইডারের প্রতিবেদন বলছে, পেটেন্টটি কিউসিসি অ্যাপে চোখে পড়েছে। এটি মি ম্যাক্স ৪ প্রো বা মি মিক্স ফোল্ডের জন্য করা হয়ে থাকতে পারে।


প্রতিবেদনে উঠে এসেছে, ফোল্ডএবল ডিভাইসটিতে ডুয়াল ডিসপ্লে বা দুটি পর্দার দেখা মিলবে। ফোনের অভ্যন্তরে থাকবে ফ্ল্যাগশিপ মানের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৭-ইঞ্চি ফোল্ডিং পর্দাও থাকবে এতে।



এ ছাড়াও পেছনের দিকে প্রাথমিক ক্যামেরা সেন্সর হবে ১০৮ মেগাপিক্সেল সক্ষমতার শুটার। থাকবে পাঁচ হাজার মিলিঅ্যাম্প আওয়ার ক্ষমতার ব্যাটারি যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।


এর আগে শাওমি কোয়াড ক্যামেরা সেটআপের ফোল্ডএবল স্মার্টফোনের পেটেন্ট নিয়েছিল। ওই সিস্টেমে সেলফি নেওয়ার জন্য ক্যামেরা ঘুরিয়ে নেওয়া যাবে এমনটাই বলা হয়েছিল পেটেন্ট নথিতে।



কোন মন্তব্য নেই