ডেল্টা এলপিজির সাথে যমুনা অয়েলের চুক্তি
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি যমুনা অয়েল লিমিটেড ব্যবসা সম্প্রসারণের জন্য ডেল্টা এলপিজি লিমিটেডের সাথে একটি চুক্তি সম্পন্ন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, টি.কে ভবন (৬ষ্ঠ ফ্লোর), ১৩ কারওয়ান বাজারে কোম্পানি দুইটির মধ্যে চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, যমুনা অয়েলের রেজিস্ট্রেড ফিলিং স্টেশনে এলপিজি অটোগ্যাস ও পেট্রোলিয়াম অয়েল বিক্রি করবে।
কোম্পানিটি প্রতি লিটার এলপিজি অটোগ্যাস বিক্রি করে ৫০ পয়সা কমিশন রাখবে।

কোন মন্তব্য নেই