ঢাকা পৌঁছেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ঢাকা পৌঁছেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট


বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে যোগ দিতে এবং দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় ও গভীর করতে তিন দিনের সফরে ঢাকা এসেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইবরাহিম মোহামেদ সলিহ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সালিহকে বহনকারী বিমান। পরে তাকে লাল গালিচা সম্মাননা দেওয়া হয়।


সফররত মালদ্বীপের প্রেসিডেন্টকে বিমানবন্দরে সালাম জানায় বাংলাদেশের তিন বাহিনীর চৌকষ দল। পরে ইবরাহিম মোহামেদ সলিহকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।


বিমানবন্দরের সফরের সম্মানে আয়োজন শেষ হলে ইবরাহিম মোহামেদ সলিহ যাবেন সাভারের স্মৃতিসৌধে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে। এর পর ধানমন্ডির ৩২ নম্বরে যাবেন তিনি। সেখানে বাংলাদেশিদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সম্মান জানাবেন তিনি।


বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন এবং সেখানে বক্তব্য দেবেন মালদ্বীপের প্রেসিডেন্ট। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি অন্তত চারটি সমঝোতা স্মারক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। সমঝোতা স্মারকের মধ্যে গভীর সমুদ্রে মৎস্য আহরণ, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের জন্য যৌথ কমিশন গঠন, নিয়মিত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক এবং সাংস্কৃতিক চুক্তি।


উল্লেখ্য, মালদ্বীপের রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে তার স্ত্রী ফার্স্টলেডি ম্যাডাম ফাজনা আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রীসহ মোট ২৭ জন অতিথি এসেছেন।

কোন মন্তব্য নেই