১৭.৫০% নগদ সহ সর্বোচ্চ ৩৫% লভ্যাংশ দিতে পারবে ব্যাংক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

১৭.৫০% নগদ সহ সর্বোচ্চ ৩৫% লভ্যাংশ দিতে পারবে ব্যাংক




শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক ১৭.৫০% নগদ সহ সর্বোচ্চ ৩৫% লভ্যাংশ দিতে পারবে।


আজ মঙ্গলবার এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে একটি নির্দেশনা জারি করা হয়।


নির্দেশনায় রয়েছে, গত ৭ ফেব্রুয়ারী ২০২১ জারি করা নির্দেশনার প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে যে, ব্যাংকের আর্থিক সক্ষমতা এবং ব্যাংকের শেয়ারে বিনিয়োগকারীনের রিটার্নের বিষয়টি সামগ্রিকভাবে বিবেচনা করে উপরােক্ত নীতিমালার ২ (ক) (১) নং অনুচ্ছেদটি নিম্নোক্তভাবে প্রতিস্থাপন করা হলাে।


প্রতিস্থাপনে বলা হয়েছে, প্রভিশন সংরক্ষণসহ অন্যান্য ব্যয় মেটানোেৱ জন্য বাংলাদেশ ব্যাংক হতে ইতঃপূর্বে গৃহীত Deferral সুবিধার অধীনে নয় বা বিবেচ্য পঞ্জিকাবর্ষে একে কোন বরণের Deferral সুবিধা গ্রহণ ব্যতিরেকে যে সকল ব্যাংক পুঁজিভিত্তিক সম্পদের বিপরীতে ২.৫% ক্যাপিটাল কনজারভেশন বাফার সহ ন্যূনতম ১৫% বা তার বেশি মূলধন সংরক্ষণ করতে সক্ষম হবে, সে সকল ব্যাংক তাদের সামর্থ্য অনুসারে সর্বোচ্চ ১৭.৫০% নগদসহ মােট ৩৫% ডিভিডেন্ড ঘােষণা করতে পারবে।


উল্লেখ্য, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমােদনক্রমে এ নির্দেশ জারি করা হয়েছে।


২ উত্তর “১৭.৫০% নগদ সহ সর্বোচ্চ ৩৫% লভ্যাংশ দিতে পারবে ব্যাংক”




কোন মন্তব্য নেই