প্রাইম ফাইন্যান্সের সম্পদ বেড়েছে ৫৯ কোটি টাকা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

প্রাইম ফাইন্যান্সের সম্পদ বেড়েছে ৫৯ কোটি টাকা


পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড সম্পদ পুনর্মূল্যায়ন করেছে। এতে কোম্পানিটির সম্পদ বেড়েছে ৫৯ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্রমতে, ঢাকার পান্থপথে অবস্থিত ১৫ কাঠা জমির পুনর্মূল্যায়ন করেছে কোম্পানিটি। আর কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ পুনর্মূল্যায়ন প্রতিবেদন অনুমোদন করেছে। এর আগে ওই জমির মূল্য উল্লেখ ছিল ৩০ কোটি ৫১ লাখ ৫১ হাজার টাকা, পুনর্মূল্যায়নের পর যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ কোটি টাকায়। সে হিসেবে কোম্পানিটির সম্পদ বেড়েছে ৫৯ কোটি ৪৮ লাখ ৪৮ হাজার ৯৭৮ টাকা।


আর্থিক প্রতিষ্ঠান খাতের

বি’ ক্যাটেগরির প্রাইম ফাইন্যান্স ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০১৯ সালের সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ পয়সা; আর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ৯৪ পয়সা। ওই সময় মুনাফা করেছে ৫ কোটি ৩২ লাখ ১০ হাজার টাকা।


এর আগে সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০১৪ সালের সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য সাড়ে ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

কোন মন্তব্য নেই