আট বছর পর পুঁজিবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠান জেটিসিএল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আট বছর পর পুঁজিবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠান জেটিসিএল




পুঁজিবাজারে আসছে দীর্ঘ আট বছর পর রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠান গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)। কোম্পানিটি পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্ত হবে। পুঁজিবাজারে আসার জন্য ইস্যু ম্যানেজার হিসাবে নিয়োগ দিয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টকে। সম্প্রতি দুটি প্রতিষ্ঠানের মধ্যে এ জাতীয় একটি চুক্তি সই হয়েছে। কোম্পানি সুত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানি সূত্র মতে, বর্তমানে কোম্পানিটির অনুমোধিত মূলধন এক হাজার কোটি টাকা। এটিকে বাড়িয়ে অনুমোধিত মূলধন করা হবে ১০ হাজার কোটি টাকা। অন্যদিকে বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ৭০০ কোটি টাকা। এটিকে বাড়িয়ে করা হবে ৪ হাজার কোটি টাকা। তবে সরাসরি তালিকাভুক্ত করার জন্য কত শতাংশ শেয়ার ছাড়া হবে, সেই বিষয়গুলো এখনো চুড়ান্ত করেনি কোম্পানিটি।


জাতীয় গ্যাস গ্রিড এককেন্দ্রিক পরিচালন ও রক্ষণাবেক্ষণ এবং দেশের সকল অঞ্চলে প্রাকৃতিক গ্যাসের সুষম ব্যবহার নিশ্চিতকল্পে ১৯৯৩ সালের ১৪ ডিসেম্বর কোম্পানিটির যাত্রা শুরু হয়। প্রথম ব্যবসা শুরু হয় একই বছরের ৩১ জুলাই। প্রতিষ্ঠার পর থেকে এ কোম্পানিটি জাতীয় গ্যাস গ্রিড পরিচালন ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি নতুন নতুন এলাকাকে গ্যাস সরবরাহ নেটওয়ার্কের কাজ করছে। বর্তমানে কোম্পানির পরিচালনাধীন জাতীয় গ্যাস গ্রিডভুক্ত পাইপলাইনের দৈর্ঘ্য দাঁড়িয়েছে সর্বমোট ১৫৬০ কিলোমিটার।


সর্বশেষ ২০১৯-২০২০ হিসাববছরে কোম্পানিটির মুনাফা করেছে ৩০ কোটি ৪৫ লাখ টাকা। কর পরবর্তী মুনাফা হয়েছে ১৭ কোটি ৮৪ লাখ টাকা।


এর আগে ২০১২ সালের ১৪ জুন পুঁজিবাজারে আসে সরকারি কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস লিমিটেড। এর পর সরকারের নানা উদ্যোগের পরও কোন সরকারি কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়নি।





কোন মন্তব্য নেই