সূচকের বড় পতনে চলছে লেনদেন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সূচকের বড় পতনে চলছে লেনদেন


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের বড় পতন হয়েছে। পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দরও। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


এদিন বেলা সাড়ে ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৭৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৩২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫১পয়েন্টে।


এ সময় লেনদেন হওয়া ৩৩১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫ টির, দর কমেছে ২১৯ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮৭ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৩২ কোটি ৭১ লাখ ৫৪ হাজার টাকা।


অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ১০২ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৩৯৮ পয়েন্টে।


এ সময় লেনদেন হওয়া ১৪৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭ টির, দর কমেছে ১১০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১০ কোটি ৪৮লাখ টাকা।

কোন মন্তব্য নেই