প্রতি শেয়ারে ২ টাকা ৫০ পয়সা দেবে রিলায়েন্স ইন্স্যুরেন্স - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

প্রতি শেয়ারে ২ টাকা ৫০ পয়সা দেবে রিলায়েন্স ইন্স্যুরেন্স

 

শেয়ারহোল্ডারদের ১০ টাকা অভিহিতমূল্যের প্রতিটি শেয়ারে ২ টাকা ৫০ পয়সা অর্থাৎ আড়াই টাকা লভ্যাংশ দেবে বিমা খাতের কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় ৩১ ডিসেম্বর ২০২০ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


১৯৯৫ সালে তালিকাভুক্ত কোম্পানিটি আগের বছর অর্থাৎ ২০১৯ সালের জন্য শেয়ারহোল্ডারদের আড়াই টাকা লভ্যাংশ দিয়েছিল।




এ বিষয়ে কোম্পানি সচিব মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, বুধবার (১০ মার্চ) কোম্পানির বোর্ড সভায় গত ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন যাচাই-বাছাই করে শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।


কোম্পানির তথ্য মতে, ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে বিমা কোম্পানিটির মুনাফা হয়েছে ৫৪ কোটি ৭৮ লাখ ৮৯ হাজার ২৬৩ টাকা। এর মধ্যে প্রতিষ্ঠানটির ১০ কোটি ৫১ লাখ ৬১ হাজার ৮৭টি শেয়ারের বিপরীতে ২৬ কোটি ২৯ লাখ ২ হাজার ৭১৭ টাকার লভ্যাংশ দেওয়া হবে। বাকি টাকা কোম্পানির খরচ এবং রিজার্ভে রাখা হবে।


সদ্যসমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫ টাকা ২১ পয়সায়। যা আগের বছরে ছিল ৫ টাকা ৫৭ পয়সা। অর্থাৎ ইপিএস কমেছে। তাতে গত ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬০ টাকা ৭৩ পয়সায়।


কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ এপ্রিল সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সেজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ এপ্রিল।


১০৫ কোটি টাকার পরিশোধিত মূলধনী কোম্পানিটির শেয়ার বুধবার সর্বশেষ লেনদেন হয়েছে ৫৯ দশমিক ৯০ টাকায়। কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৬৫ দশমিক ২০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩ দশমিক ৩৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩১ দশমিক ৪৪ শতাংশ শেয়ার।

কোন মন্তব্য নেই