ব্লক মার্কেটে রোববার লেনদেনের শীর্ষে এসএস স্টিল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ব্লক মার্কেটে রোববার লেনদেনের শীর্ষে এসএস স্টিল



 


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৭ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয় ২৪টি কোম্পানি। এসব কোম্পানির ২৬ কোটি ২৯ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে।


তথ্য মতে, কোম্পানিগুলোর মোট ৭৯ লাখ ৬৫ হাজার ১৪৬টি শেয়ার ৪৬ বার হাতবদল হয়েছে। এছাড়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৫ কোটি ৪২ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন করেছে এসএস স্টিল লিমিটেড। যা ৪টি ট্রেডে ২৯ লাখ -টি শেয়ার হাতবদল হয়েছে।


অপরদিকে ব্লক মার্কেটে সবচেয়ে কম লেনদেন করেছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড। এটির লেনদেনের পরিমাণ ৫ লাখ টাকার বেশি। একটি ট্রেডে হাতবদল হয়েছে ২০ হাজার ৯৫০টি শেয়ার।





কোন মন্তব্য নেই