সিংহভাগ শেয়ারের দরপতনে ডিএসইতে সূচক ও লেনদেন কমেছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সিংহভাগ শেয়ারের দরপতনে ডিএসইতে সূচক ও লেনদেন কমেছে


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দরপতনে সূচকের পতন দেখা গেছে। একইসঙ্গে লেনদেন আগের কার্যদিবসের তুলনায় কমেছে। এদিন মোট ৩৪৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। দর বেড়েছে ৩১টির এবং কমেছে ২৩৯টির। বাকি ৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় ৬১৫ কোটি ৯৭ লাখ ৫২ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৮৪ কোটি ৩৬ লাখ ১৮ হাজার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ লেনদেন কমেছে প্রায় ৬৮ কোটি ৩৮ লাখ ৬৬ হাজার টাকা। এদিন ১৫ কোটি ৬৩ লাখ ৯০ হাজার ২৭৩টি শেয়ার এক লাখ ৩৬ হাজার ৫১৬ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের চিত্র দেখা গেছে। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন সামান্য বেড়েছে।


বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৪ দশমিক ৯১ পয়েন্ট বা এক দশমিক ৫৬ শতাংশ কমে পাঁচ হাজার ৩৪৯ দশমিক ৭৭ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ২১ দশমিক ১৯ পয়েন্ট বা এক দশমিক ৬৯ শতাংশ কমে এক হাজার ২২৬ দশমিক ৪৮ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ৩৯ দশমিক ৩১ পয়েন্ট বা এক দশমিক ৮৯ শতাংশ কমে দুই হাজার ৩৪ দশমিক ৫৭ পয়েন্টে স্থির হয়। গতকাল ডিএসইর বাজার মূলধন সাত হাজার ৪৯৬ কোটি ৯১ লাখ ৩২ হাজার টাকা কমে দাঁড়িয়েছে চার লাখ ৬৪ হাজার ৬০০ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকায়।


গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ৮৪ কোটি ২২ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর তিন টাকা কমেছে। দ্বিতীয় অবস্থানে থাকা রবি আজিয়াটা লিমিটেডের ৩৫ কোটি ৭০ লাখ ৩৯ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর এক টাকা ৫০ পয়সা কমেছে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২৮ কোটি ৩২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারদর তিন টাকা ৬০ পয়সা কমেছে। এর পরের অবস্থানগুলোয় থাকা লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ২৫ কোটি ১৬ লাখ এক হাজার টাকার, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ২০ কোটি ২১ লাখ ১৮ হাজার টাকার, রহিমা ফুড করপোরেশন লিমিটেডের ১৪ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকার, সামিট পাওয়ার লিমিটেডের ১৪ কোটি ১৫ লাখ ১৫ হাজার টাকার, জিবিবি পাওয়ার লিমিটেডের ১৩ কোটি ৯১ লাখ সাত হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ১১ কোটি ৮৪ লাখ আট হাজার এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১১ কোটি ২৬ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।


৯ দশমিক ৬৭ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাত দশমিক ৫২ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তিন দশমিক ৯২ শতাংশ, স্কয়ার টেক্সটাইল লিমিটেডের দুই দশমিক ৭৬ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেডের দুই দশমিক ৭১ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দুই দশমিক ৬১ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দুই দশমিক ২৬ শতাংশ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের এক দশমিক ৮৬ শতাংশ, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক দশমিক ৭৮ শতাংশ এবং নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এক দশমিক ৭৩ শতাংশ শেয়ারদর বেড়েছে।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ১৫৭ দশমিক ৮০ পয়েন্ট বা এক দশমিক ৬৬ শতাংশ কমে ৯ হাজার ৩৪২ দশমিক ৯৬ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২৬৩ দশমিক ৪৮ পয়েন্ট বা এক দশমিক ৬৭ শতাংশ কমে ১৫ হাজার ৪৮৬ দশমিক ৬৩ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ২৩১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ১৭টির, কমেছে ১৬৬টির এবং ৪৮টির দর অপরিবর্তিত ছিল। সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ২৯ লাখ ৪২ হাজার ৬৮৬ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৪ কোটি ২৫ লাখ ২০ হাজার ৪১ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন বেড়েছে এক কোটি চার লাখ ২২ হাজার টাকা।


সিএসইতে লেনদেনের শীর্ষে উঠে আসে রবি আজিয়াটা লিমিটেড। কোম্পানিটির চার কোটি ৪৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। দ্বিতীয় অবস্থানে থাকা বেক্সিমকোর এক কোটি ৭৯ লাখ ৩০ হাজার টাকার, বাংলাদেশ সাবেমিরন কেব্ল কেম্পানি লিমিটেডের এক কোটি ৬৭ লাখ ৭০ হাজার, লুব-রেফ বাংলাদেশ লিমিটেডের এক কোটি ৪৯ লাখ ৪০ হাজার, লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেডের এক কোটি ১৪ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।





কোন মন্তব্য নেই