সানলাইফ ইন্স্যুরেন্সের এনটিটি রেটিং ‘ট্রিপল বি থ্রি’ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সানলাইফ ইন্স্যুরেন্সের এনটিটি রেটিং ‘ট্রিপল বি থ্রি’


সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এনটিটি রেটিং ‘ট্রিপল বি থ্রি’। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ হালনাগাদ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।


সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) সানলাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা তহবিল কমেছে ১০ কোটি ২০ লাখ ৮০ হাজার টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ তহবিল কমেছিল ৯ কোটি ৬১ লাখ ৬০ হাজার টাকা। তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির জীবন বীমা তহবিল বেড়েছে ৬১ লাখ ৩০ হাজার টাকা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে তা কমেছিল ১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। ৩০ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির জীবন বীমা তহবিলের আকার দাঁড়িয়েছে ১৮১ কোটি ৯৩ লাখ ৭০ হাজার টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৩১ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকা।


২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি সানলাইফ ইন্স্যুরেন্স। তার আগের হিসাব বছরেও কোনো লভ্যাংশ পাননি কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। ২০১৭ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার সানলাইফ ইন্স্যুরেন্স শেয়ারের সর্বশেষ দর ছিল ২০ টাকা ৫০ পয়সা। সমাপনী দর ছিল ২০ টাকা ৭০ পয়সা। গত এক বছরে এ শেয়ারের দর ১৬ টাকা ২০ পয়সা থেকে ২৬ টাকার মধ্যে ওঠানামা করেছে।


২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সানলাইফ ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩৫ কোটি ৭৬ লাখ ১০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ৬৯০। এর ৪০ দশমিক ৮০ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২৬ দশমিক ৩৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৩২ দশমিক ৮৬ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

কোন মন্তব্য নেই