ছেলের বিয়েতে হেলিকপ্টার থেকে ১৫ কোটি টাকা ওড়ালেন বাবা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ছেলের বিয়েতে হেলিকপ্টার থেকে ১৫ কোটি টাকা ওড়ালেন বাবা




 বিয়ে উপলক্ষে হাওয়ায় ওড়ানো হলো ১৫ কোটি টাকা। ঘটনাটি পাকিস্তানের।



জানা গেছে, ছেলের বিয়েতে এতটাই আনন্দিত হয়েছেন বাবা যে ১৫ কোটি রুপি হাওয়ায় উড়িয়ে দিয়েছেন। বরযাত্রীদের ওপর নিজে হাতে ১৫ কোটি পাকিস্তানি টাকা ফেলেছেন ছেলের বাবা।



বরের বাবার এমন কাণ্ড বিশ্বজুড়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে সহজে। হরিয়ানা থেকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মাণ্ডি বাহুউদ্দীন বিয়ে করতে গিয়েছিলেন বর। টাকা ওড়ানোর জন্য হেলিকপ্টার ভাড়া করেন তাঁরা।



বিয়ের এই বিরল কাণ্ড খুব স্বাভাবিকভাবেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে নেটিজেনদের একাংশ অবশ্য এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। কালো টাকার অভিযোগ এনেছেন তারা। সূত্র : জি নিউজ।





কোন মন্তব্য নেই