WhatsApp Trick: কীভাবে মিউট করবেন ভিডিও - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

WhatsApp Trick: কীভাবে মিউট করবেন ভিডিও



 


দেশে যতগুলি মেসেজিং প্ল্যাটফর্ম রয়েছে নিঃসন্দেহে জনপ্রিয়তায় হোয়াটসঅ্যাপ তাঁদের সকলকে মাত দিয়েছে। মাঝে প্রাইভেসি পলিসি নিয়ে বিস্তর জলঘোলা হয়ে ‘সিগন্যাল’ কিছুটা প্রচারের আলোয় এলেও এখন ফের ধীরে ধীরে নিজেদের জায়গা স্থিতিশীল করছে হোয়াটসঅ্যাপ। মার্ক জুকেরবার্গের এই প্রাইভেট মেসেজিং প্লাটফর্ম প্রায়ই নানান উপযোগী আপডেট এনে চমকে দেয় ব্যবহারকারীদের। এবারও তাঁর ব্যতিক্রম হল না।


এতদিন বেটা সংস্করণে থাকা ফিচার ‘মিউট ভিডিও’ এবার সকল ব্যবহারকারীদের জন্য সামনে আনল হোয়াটসঅ্যাপ। নিজেদের 2.21.3.19 ভার্সনে এই সুবিধা এনেছে মেসেজিং প্লাটফর্মটি। সম্প্রতি টুইটার অ্যাকাউন্টে এই নয়া ফিচারের কথা সামনে এনেছে হোয়াটসঅ্যাপ। আপাতত শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য এই বিশেষ সুবিধা আনা হয়েছে।


কী রয়েছে এই ফিচারে?


নতুন আপডেটে যুক্ত হওয়া এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কাউকে কোনও ভিডিও পাঠানোর আগে তাঁর সাউন্ড মিউট করতে পারবেন। নিজেদের টুইটে হোয়াটসঅ্যাপ লেখে, “আপনার চোখের জন্য, কানের জন্য না। এখন থেকে ভিডিও স্ট্যাটাসে দেওয়ার আগে বা কাউকে পাঠানোর আগে আপনারা ভিডিও মিউট করতে পারবেন।”


কীভাবে মিউট করবেন ভিডিও?


ব্যবহারকারীরা যখন প্লে স্টোরে গিয়ে তাঁদের হোয়াটসঅ্যাপ অ্যাপটি আপডেট করবেন তখন তাঁরা এই ফিচার পাবেন। ভিডিও শুট করার পর, এডিটিং স্ক্রিনে ওপরের দিকে বা দিকে আসবে এই ফিচার। এখানে একটি ভলিউম বাটন যুক্ত হয়েছে। সেটি টাচ করে ব্যবহারকারীরা মিউট করতে পারবেন ভিডিওটিকে। এমনটা করলে কোনও অডিও ছাড়া শুধু ভিডিওই পৌঁছে যাবে প্রাপকের কাছে, অথবা পোস্ট হবে স্ট্যাটাসে।


আপাতত এই ফিচার শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই পাচ্ছেন। কবে এই ফিচার iOS এর জন্য আসবে সে সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।





কোন মন্তব্য নেই