ব্লক মার্কেটে সোমবার লেনদেনের শীর্ষে বেক্সিমকো
চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৯ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয় ১৮ টি কোম্পানি। এসব কোম্পানির ১৯ কোটি ৫ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে।
তথ্য মতে, কোম্পানিগুলোর মোট ৩০ লাখ ১৯ হাজার ১৬০টি শেয়ার ৪২ বার হাতবদল হয়েছে। এছাড়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১১ কোটি ৬৮ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন করেছে বেক্সিমকো লিমিটেড। যা ৫টি ট্রেডে ১৪ লাখ ৫৫ হাজার-টি শেয়ার হাতবদল হয়েছে।
অপরদিকে ব্লক মার্কেটে সবচেয়ে কম লেনদেন করেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। এটির লেনদেনের পরিমাণ ৫ লাখ টাকা। একটি ট্রেডে হাতবদল হয়েছে ৭ হাজার ৭০৫ টি শেয়ার।
কোন মন্তব্য নেই