ভাঁজযোগ্য ডিভাইস নিয়ে কাজ করছে গুগল
সম্প্রতি গুগল একটি প্যাটেন্টের জন্য আবেদন করেছে, যাতে ভাঁজযোগ্য ডিসপ্লের কথা বলা হয়েছে। প্যাটেন্টলিঅ্যাপল নামে এক সাইটে আরো বলা হয়, ওই নমনীয় ডিসপ্লেটি ভাঁজ, বাঁকানো বা চক্রাকার ঘোরানো সম্ভব হবে।
সাম্প্রতিক দিনগুলোতে ভাঁজযোগ্য বা ফোল্ডেবল গ্যাজেট নিয়ে প্রযুক্তি জায়ান্টদের মধ্যে প্রতিযোগিতা লক্ষণীয়। স্যামসাং তাদের জি ফোল্ড ট্যাবলেটের মাধ্যমে এখানে অগ্রগামীর ভূমিকা পালন করলেও অন্যরা পিছিয়ে নেই। এমনকি সম্প্রতি হ্যান্ডসেট ব্যবসা বন্ধ করা এলজিও এ খাতে বিনিয়োগ করেছিল। কিন্তু হাইএন্ড স্মার্টফোন বাজারে অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার কারণে সেখান থেকে সরে আসে।
এদিকে এমআই মিক্স ফোল্ড নামে সম্প্রতি নিজেদের প্রথম ভাঁজযোগ্য ফোন উন্মোচন করেছে চীনা স্মার্টফোন নির্মাতা জায়ান্ট শাওমি। গুগলও এ বাজারে নিজেদের অবস্থান জানান দিতে হন্যে হয়ে চেষ্টা চালাচ্ছে। গুগলের সাম্প্রতিক প্যাটেন্ট আবেদনে এটা স্পষ্ট হয়ে উঠেছে। স্যামসাং ভাঁজযোগ্য গ্যাজেট সেগমেন্টে শীর্ষস্থান ধরে রেখেছে। এমনকি এ সেগমেন্টে মনোযোগ দেয়ায় চলতি বছর গ্যালিক্স নোটের নতুন সংস্করণ আনবে না দক্ষিণ কোরিয়াভিত্তিক এ প্রযুক্তি জায়ান্টটি। এখন অ্যাপল বা অ্যামাজন এ সেগমেন্টে কী নিয়ে আসতে পারে তা দেখার বিষয়।
কোন মন্তব্য নেই