ফেরত পাওয়া যাবে ডিলিট হওয়া ফেসবুক পোস্ট
গত বুধবার থেকেই ব্যবহারকারীদের হাতে নতুন অপশন আছে। এর আগে আপত্তিকর কোনো পোস্ট নিয়ে কেবল রিপোর্ট করা যেত, তার পরও সেই পোস্ট থেকে গেলেও কার্যত কিছু করা যেত না। আর একবার পোস্ট ডিলিট হয়ে গেলে তা আর ফেরানোর উপায় ছিল না ব্যবহারকারীদের হাতে। কোনো পোস্ট বা কমেন্ট নিয়ে কারো আপত্তি থাকলে সেই পোস্ট সরানোর জন্য ওভারসাইট বোর্ডের কাছে আবেদন করলে বোর্ড তা বিবেচনা করে পদক্ষেপ নেবে। আবার কোনো পোস্ট যদি ফেসবুক সরিয়ে দেয়, কিন্তু ব্যবহারকারী মনে করছে ওই পোস্ট সরানো উচিত হয়নি ফেসবুকের; সেক্ষেত্রে ওই পোস্টটি ফেরানোর জন্য ওভারসাইট বোর্ডের কাছেও আবেদন করা যাবে।
সেক্ষেত্রে আবেদনকারীকে একটি আইডি দেয়া হবে। যার মাধ্যমে পোস্ট ফেরানোর জন্য কী সিদ্ধান্ত নিচ্ছে ওভারসাইট বোর্ড, তা জানিয়ে দেয়া হবে। গত বছর ওভারসাইট বোর্ড নামে এ স্বায়ত্তশাসিত কমিটি তৈরি করে ফেসবুক। ওভারসাইট বোর্ডে ২০ জন সদস্য রয়েছেন। চলতি বছর জানুয়ারিতেই ওভারসাইট বোর্ড ১৭ দফা প্রস্তাব রাখে ফেসবুকের কাছে। তার পরই পোস্ট ডিলিটের আবেদন বা তা ফেরানোর ক্ষেত্রে এ সিদ্ধান্তের কথা জানাল ফেসবুক।
কোন মন্তব্য নেই